স্পোর্টস ডেস্ক: আইপিএলের দশম সংস্করণে মহেন্দ্র সিং ধোনিকে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে অত্যন্ত নিস্প্রভ দেখিয়েছিল। ধোনি সুলভ ব্যাটিং দেখতে না পাওয়াতেই সৌরভ গাঙ্গুলির মতো সাবেকরা তাঁকে কুড়ি-বিশের লড়াইয়ে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। সিএবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ধোনি আর টি-টোয়েন্টির ক্রিকেটের উপযুক্ত না।’’
গতকাল শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে জ্বলে উঠে ধোনি সব সমালোচনা এক লহমায় থামিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন আজও বিশ্বের সেরা ম্যাচ ফিনিশারদের একজন তিনি। অধিনায়ক না হয়েও তিনিই প্রকৃত অধিনায়ক। একা কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচটা বার করে দিলেন মাহি। পুণের স্টেডিয়ামে একটা পোস্টার বারবার চোখ টেনেছে। সেখানে লেখা ছিল,‘উই আর হেয়ার ফর ধোনি।’ ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়ে ‘ক্যাপ্টেন কুল’ সেই পোস্টারেরই সুবিচার করলেন।
এদিন ৩৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেললেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ঝাঁঝরা করে দিলেন বিপক্ষের বোলারদের। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বললেন,‘কাজটা কঠিন ছিল। কিন্তু এরকম ম্যাচ সবসময় জেতাই যায়। আমরা খুব ভাল পারফর্ম করেছি। মনোজ দুর্দান্ত সঙ্গ দিয়েছে। ও সেরকম বল নষ্ট করেনি। কোনও রানরেটই বড় না। বিপক্ষের বোলাররা কেমন বল করছে সেটাই বড় ব্যাপার। ওভার পিছু সাত, আট, নয় কিম্বা দশ রানটা বিষয় নয়। ঠান্ডা মাথায় খেলতে পারলেই জেতা যায়।’ ধোনির প্রশংসা স্মিথের মুখেও। তিনি বলছেন,‘অত্যন্ত চাপের মুখে ধোনি এই কাজটা দারুণ করে। দীর্ঘদিন ধরেই ও এটা করে আসছে। আজও সেরকমই।’
২৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি