সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৪:৫০

যে চারটি কারণে বিপিএল নিয়ে আশাবাদী হতে পারেন আপনিও

যে চারটি কারণে বিপিএল নিয়ে আশাবাদী হতে পারেন আপনিও

স্পোর্টস ডেস্ক: আসছে নভেম্বরের ২৫ তারিখ শুরু হতে যাওয়া বিপিএলের তৃতীয় আসর নিয়ে দেশের ক্রীড়াঅঙ্গনে ইতিমধ্যে শুরু হয়েছে নানা তোড়-জোড়। বাংলাদেশি ক্রীড়াপ্রেমিরা মুখিয়ে আছেন দেশীয় খেলোয়াড়দের চমকের আশায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গত কার বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বিপিএল নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে যা নিয়ে আশাবাদী হতে পারেন আপনিও। আকরাম যে ৪টি কারণে আশাবাদী হয়েছেন, সেগুলো এমটিনিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো।

প্রথম কারণ:
এ ধরনের ঘরোয়া আসর গুলো বরাবরই দেশীয় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক। বিপিএল নিয়ে দর্শকদের উন্মাদনা সারা বাংলাদেশেই ক্রিকেটের প্রচার ও প্রসারে সহায়ক হিসেবে কাজ করে।

দ্বিতীয় কারণঃ
ক্রিকেটারদের প্রয়োজনীয় আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে বিপিএল। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ভাল পারফরমাররাও এ থেকে দারূণভাবে উপকৃত হবেন।

তৃতীয় কারণঃ
ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতিতেও বড় ভূমিকা রাখে বিপিএল। ২০১২ সালে প্রথম বিপিএলের পর পরই দেশের মাটিতে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠা তার বড় প্রমাণ।

চতুর্থ কারণঃ
ভাল ভাল কর্পোরেট হাউস এর মাধ্যমে ক্রিকেটের সাথে সংযুক্ত হন। বিপিএল ছাড়াও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আসরেও যার সুদূরপ্রসারী প্রভাব পড়ে।

তাই আকরাম মনে করেন এই জিনিসগুলো যদি নিয়মিত ঠিক-ঠাকভাবে পাওয়া যায় তবে আমাদের ক্রিকেটটা খুব ভাল জায়গায় পৌঁছাবে।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে