শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০৮:৪৯:৫৯

আজমলের মামলা

 আজমলের মামলা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের প্রতি সাঈদ আজমলের ভালোবাসা সবসময়ই। রক্তের সাথে মিশে গেছে এই ক্রিকেট। তিনি চান অবসর পরবর্তী পাকিস্তানের ক্রিকেট নিয়ে কাজ করতে। তাই দেশটি ফয়সালাবাদে একটি ক্রিকেট একাডেমি খুলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তার সে একাডেমীর বরাদ্দকৃত জমি দস্যুদের দ্বারা দখলের অভিযোগে এসেছে। তাই বৃহস্পতিবার স্থানীয় আদালতে একটি পিটিশন দায়ের করেন আজমল। আজমল তার জমি উদ্ধার করে প্রস্তাবিত ক্রিকেট একাডেমী শুরু করার জন্য আদালতের কাছে আবেদন করেন। তিনি জানান এক দল ভূমি দস্যু অবৈধ ভাবে তার জমি দখল করেছে। আদালতকে তিনি জানান, ফয়সালাবাদে অল্পবয়স্কদের প্রশিক্ষণের জন্য একটি ক্রিকেট একাডেমী স্থাপন করতে আন্তর্জাতিক ও স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে