বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০২:৪৩:১৯

এটি কোহলিদের পাপ নাকি অভিশাপের ফল?

এটি কোহলিদের পাপ নাকি অভিশাপের ফল?

স্পোর্টস ডেস্ক: আইপিএলে এই প্রথমবারের মত 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর'- কে ঘিরে এক ইতিহাস রচনা হচ্ছে।  সবসময় একটা না একটা রোষ লেগেই আছে তাদের পেছনে।  সব কিছুর ধাক্কায় আইপিএলে বিরাট কোহলিদের আরসিবি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।  যেন একটা অভিশাপ নেমে এসেছে ক্রিকেটের ‘সুপারম্যান’দের ওপর।

ওরা প্রথমে খেলতে নামল বিরাট কোহালি এবং এ বি ডিভিলিয়ার্স-কে ছাড়া।  এ যেন বর ছাড়া বরযাত্রী।  ব্যান্ডপার্টি এসে বাজনা বাজাল, গান হলো, নাচ হলো।  কিন্তু অনুষ্ঠানটাই হলো না।  বরং ওদের দরজা দেখিয়ে বাইরে বার করে দেয়া হলো চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে।

এর পর ডিভিলিয়ার্স টিমে ফিরল।  তার পর কোহালি।  ওরা ছন্দে থাকলেও ক্রিস গেল এবং শেন ওয়াটসন অনেক দিন ঘুমিয়ে থাকল।  কেদার যাদবের ওপর দায়িত্ব পড়ল ঘর সামলানোর।  যখন ওকে ব্যবহার করা যেত বিপক্ষ শিবিরে আক্রমণ করার জন্য।  আরসিবি-কে দেখে মনে হচ্ছিল, যেন ভিক্ষাপাত্র হাতে রানের খোঁজে নেমেছে।

তার পরে ঝড় উঠল।  ক্রিস গেল বিধ্বংসী হয়ে উঠল।  রানে ফিরল কোহালিও।  প্রথম উইকেটে একশোর ওপর রান।  ২০ ওভারে দু’শোর বেশি রান।  গুজরাত লায়ন্স বড় ব্যবধানে হারল।  কিন্তু বোঝা যায়নি এটা ফাঁকা আওয়াজ ছিল।  পরের ম্যাচেই ওদের ৫০ রানের কমে আউট করে দিল কলকাতা নাইট রাইডার্স।  আরসিবি-র একটা ব্যাটসম্যানও দু’অঙ্কের রান করেনি ওই ম্যাচে।

এটা অভিশাপ ছাড়া আর কী! না হলে আলো ছাড়া সূর্য, সঙ্গীত ছাড়া নাইটিঙ্গল, গর্জনহীন সিংহ বা হাওয়া ছাড়া ঝড় কি ভাবা যায়? আরসিবি-র ব্যাটিং লাইন তো স্বপ্নের।  সেই টিম কি না সামান্য স্কোরও তাড়া করতে পারছে না।  আর এখন তো বৃষ্টি এসে ওদের প্রায় ছিটকে দিল টুর্নামেন্ট থেকে।  বহু ব্যবহৃত কথাটা আবার বলা যায়— সুতোয় ঝুলছে কোহালিদের ভাগ্য।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে