বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৫:০৪:৩৪

বর্ণবাদের ‘কড়া’ অভিযোগ করলেন হরভজন সিং!

বর্ণবাদের ‘কড়া’ অভিযোগ করলেন হরভজন সিং!

স্পোর্টস ডেস্ক:আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের নিয়মিত মুখ ভারতীয় ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি জেট এয়ারওয়েজ বিমানের পাইলটের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন, এবং বার্নড হোয়েসলিন নামের ওই পাইলটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন ভারতের হয়ে গতবছরে সর্বশেষ খেলা এই অফ স্পিনার।

জেট এয়ারওয়েজ বিমানে ভ্রমণরত অবস্থায় পাইলটের আচরনে মারাত্মকভাবে ক্ষিপ্ত হন ভাজ্জি। পাইলটের একটি উক্তিকে বর্ণবাদী দাবী করে তিনি ওই পাইলটের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবার দাবী জানান।

হরভজন সিং দাবী করেছেন, ওই পাইলট একটি নারীকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। এমনকি একজন প্রতিবন্ধীকেও অপমানসূচক কথা বলেছেন।

এই ঘটনার প্রতিবাদে একটি টুইটে হরভজন জানান, ‘বার্নড হোয়েসলিন নামের এই পাইলট আমার দেশে বসে আয় রোজগার করে আমার দেশের মানুষকেই “ব্লাডি ইন্ডিয়ানস” বলছে।’

দ্বিতীয় টুইটে তিনি লিখেন, ‘এই পাইলট শুধু বর্ণবাদী মন্তব্যই করেনি, সে একজন নারীকে ও একজন প্রতিবন্ধী ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ব্যাপারটি জেট এয়ারওয়েজের জন্য লজ্জাকর।'

তিন নাম্বার টুইটে ভাজ্জি লিখেন, 'এমন ঘটনা আমাদের দেশে সহ্য করা হবে না।' জেট এয়ারওয়েজ এখনও এই ব্যাপারে কোন মন্তব্য করেনি। জানিয়ে রাখা ভাল, সম্প্রতি ১৯তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হরভজন সিং।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে