বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৬:০৩:০১

ধোনির সঙ্গে গাঙ্গুলীর শত্রুতা কীসের?

ধোনির সঙ্গে গাঙ্গুলীর শত্রুতা কীসের?

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুপযুক্ত হিসেবে রায় দিয়েছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এবার সেই মতামতের যেন বাস্তব প্রতিফলন ঘটালেন তিনি। গাঙ্গুলীর নির্বাচিত সেরা আইপিএল একাদশে জায়গা হলো না রাইজিং পুনে সুপারজায়ান্টের সাবেক অধিনায়ক ধোনির। তবে ঠিকই স্থান হয়েছে বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথের! কেন? কী সমস্যা ধোনির সঙ্গে?

কয়েকদিন আগে ধোনিকে নিয়ে সৌরভের সেই সময়ের মন্তব্যে বেজায় চটেছিলেন ধোনি ভক্তরা। দুদিন আগেই টুইটারে নাম উল্লেখ না করে করে সৌরভকে এক হাত নিয়েছিলেন 'সিনেমার ধোনি' সুশান্ত সিং রাজপুত। এবার একাদশে ধোনির স্থান না হওয়াটাকে গাঙ্গুলীর 'প্রতিশোধ' হিসেবে দেখছেন ধোনি ভক্তরা। ২০০৬ সালে সৌরভ যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তখন নাকি ধোনি ভক্তরা বেশ খুশি হয়েছিলেন। এবার সেই শোধ তুললেন গাঙ্গুলী!

সৌরভ আইপিএল ফ্যান্টাসি টিমের টুইটে লেখেন, 'অনেক চিন্তা-ভাবনা ও বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর আমার আইপিএল ফ্যান্টাসি দল এটা। ' সৌরভের দলে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলও জায়গা পাননি। সৌরভ দল সাজিয়েছেন বিরাট কোহলি (ব্যাঙ্গালুরু), গৌতম গম্ভির (কলকাতা), স্টিভেন স্মিথ (পুনে), এবি ডি ভিলিয়ার্স (ব্যাঙ্গালুরু), নীতিশ রানা (মুম্বাই), মনিশ পাণ্ডে (কলকাতা), ঋষভ পান্থ (দিল্লি), সুনিল নারিন (কলকাতা), অমিত মিশ্র (দিল্লি), ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ) এবং ক্রিস মরিস (দিল্লি)।  

অজি কিংবদন্তি শেন ওয়ার্নও কিছুদিন আগে আইপিএলের সর্বকালের সেরা একদাশ বেছে নিয়েছিলেন। সেখানে ধোনিই ছিলেন ক্যাপ্টেন। কিন্তু সৌরভ তার সাবেক জাতীয় দলের সতীর্থকেই রাখলেন না। ধোনির কাছ থেকে পুনের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার যেন নীরব সমর্থন জানালেন ভারতের সর্বকালের অন্যতম সফল এই বাঙালি অধিনায়ক। তবে প্রতিশোধের বিষয়টি সংবাদমাধ্যমের কাছে পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে