বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৭:০১:০২

এবার চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি করলেন সেই মেহেদী মারুফ

এবার চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি করলেন সেই মেহেদী মারুফ

স্পোর্টস ডেস্ক: তিন বড় তারকা জাতীয় দলের সঙ্গে দেশ ছেড়েছেন আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে। কিন্তু ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য, সাব্বির, রুবেল হোসেনের অভাব বুঝতেই দেননি সর্বশেষ বিপিএলে দারুণ ব্যাটিং করে আলোচনায় আসা মেহেদী মারুফ।  অধিনায়কের সেঞ্চুরির সুবাদে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের বড় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। চলতি আসরে এটি তাদের টানা চতুর্থ জয়।

টস হেরে ব্যাট করতে নেমে ২৮৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ইনিংসের তখন  ২ বল বাকী। এই সংগ্রহ গড়তে মেহেদী মারুফ তার লিস্ট 'এ' ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান।  ১০৩ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০১ রান করেন তিনি। হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার।  কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি প্রাইম ব্যাংক। শেষের দিকে আসিফ আহমেদ, সালমান হোসেন দলের সংগ্রহ তিনশ রানের কাছাকাছি নিয়ে যান।

জবাবে ৩৩ ওভার ৫ বলে ১৫৩ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আল আমিনের প্রথম ওভারেই শূন্য রানে ২ উইকেট হারায় ভিক্টোরিয়া। সেই ধাক্কা সামাল দিয়ে কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি দলটি। নিয়মিত উইকেট হারানো ভিক্টোরিয়া অলআউট হয়ে যায় ৯৭ বল বাকি থাকতে। সর্বোচ্চ ৪২ রান তরুণ শফিউল হায়াতের। দলের আর কেউ ত্রিশ পর্যন্ত যেতে পারেননি। আরিফুল ৩ উইকেট নেন ১৪ রানে। সমান রানে ২ উইকেট নেন আল আমিন।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে