স্পোর্টস ডেস্ক: বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানী ক্রিকেটারদের অংশগ্রহনের ব্যপারটি নিয়ে তো আর কম জলে ঘোলা হয়নি। অভ্যন্তরীন জটিলতায় পড়ে শেষ পর্যন্ত পিসিবির ছাড়পত্র পাননি আফ্রিদিরা। তবে এবারের আসরে পাকিস্তানী ক্রিকেটাররা অংশগ্রহন করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপনের মতে, ‘এই আসরে তাদের (পাকিস্তানী ক্রিকেটারদের) আসতে কোন বাঁধা নেই।
শনিবার রাতে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি এই বিষয়ে বলেছিলেন, ‘এখন তাদের(পিসিবি) সঙ্গে সম্পর্ক যেটা আছে, এটা কে আগে খারাপ করবে সেটাই দেখার বিষয়। আমরাও চাই না, ওরাও চায় না। আমার মনে হয় না এ ধরনের কিছু হবে। এখন তো ওদের দল এসে খেলে গেল। আমার ধারণা বিপিএলে খেলোয়াড় আসা নিয়ে কোনো সমস্যা হবে না।’
অনেকে মনে করছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল সেদেশে সফর না করলে বিপিএলের জন্য তাদের ক্রিকেটারদের ছাড়বে না পাকিস্তান।
এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাপন বলেছেন, ‘এই সফরের ওপর বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা বা না খেলার বিষয়টি নির্ভর করছে না।’
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু