বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০৮:০১:৪৯

একঘরে হয়ে যাবে ভারত?

একঘরে হয়ে যাবে ভারত?

স্পোর্টস ডেস্ক: আইসিসিতে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে নিজেদের প্রস্তাব মুখ থুবড়ে পড়ায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা না খেলা নিয়ে নতুন জটিলতার উদ্ভব হয়েছে। টুর্নামেন্টে খেলতে না গেলে বিশ্বক্রিকেটের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দেশটি। এই শঙ্কা করছেন খোদ ভারতীয় বোর্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব শুক্লা। তিনি বলছেন, যা-ই ঘটুক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করা ঠিক হবে না। তাতে বিশ্বক্রিকেটে একঘরে হয়ে যেতে পারে ভারত।

‘দুবাইতে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক,’ মন্তব্য করে এএনআইকে শুক্লা বলেন, ‘আমরা যা চেয়েছিলাম সেটা পাইনি। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। কোনভাবেই বিশ্বক্রিকেট থেকে আলাদা হওয়া যাবে না।’

দেশটি এখন কোন পথে হাঁটবে, বিশ্বক্রিকেট এই আলোচনায় বুঁদ। টাইমস অব ইন্ডিয়া দাবি করছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসলেই নাম প্রত্যাহার করার কথা ভাবছে বিসিসিআই।

সম্প্রতি দুবাইয়ে আইসিসির সভায় ভোটাভুটিতে ভরাডুবি হয় বিসিসিআইয়ের। পরিচালন কাঠামোর বিরোধিতায় শুধু শ্রীলঙ্কাকে সঙ্গী পায় ভারত। নতুন কাঠামোর পক্ষে ভোট পড়ে ৮টি। কিন্তু আর্থিক সংস্কার প্রস্তাবের বিরোধিতায় কাউকেই পাশে পায়নি ভারতীয়রা, হেরেছে ৯-১ ভোটে। এখন ভোটাভুটি হলেও আগামী জুনে আইসিসির বার্ষিক সভাতেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে সব সংস্কার প্রস্তাব।

পাস হওয়া নতুন আর্থিক সংস্কার প্রস্তাব অনুযায়ী ভারত আইসিসির কাছ থেকে ২৯৩ মিলিয়ন (২৯.৩ কোটি) মার্কিন ডলার পাবে। যা কিনা ভারতের দাবি করা অর্থের অর্ধেকের সামান্য বেশি!

আইসিসির এই সভার আগেই ভারত হুমকি দেয় নিজেদের প্রস্তাব পাশ না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো হবে না। ২৫ এপ্রিল দল ঘোষণার শেষদিন ছিল। ভারত বাদে সব দেশ ইতিমধ্যে দল ঘোষণা করেছে।

ভারতীয় বোর্ডের কর্মকর্তা ভিনোদ রাই বলছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি সভা ডাকা হয়েছে।

বোর্ডটির আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গতকাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না যাওয়ার কোনও ইচ্ছা আমাদের ছিল না। এখন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করা আমাদের একটা প্রতিবাদ হতে পারে।’
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে