বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ১১:১৯:৩৩

নিজের মৃত্যুর খবর পেয়ে ভারতীয় ক্রিকেটারে টুইট ‘আমি বেঁচে আছি’

নিজের মৃত্যুর খবর পেয়ে ভারতীয় ক্রিকেটারে টুইট ‘আমি বেঁচে আছি’

স্পোর্টস ডেস্ক : ‘কী অসাধারণ এক ক্রিকেটার ছিলেন তিনি।’ এর পরে হ্যাশট্যাগ দিয়ে ‘রিপ’! অর্থাৎ রেস্ট ইন পিস। টুইটে ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলিকে এ ভাবেই শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্তরা! আর ভক্তদের এমন বেআক্কেল্লে কাণ্ডকারখানা দেখে স্থির থাকতে পারেননি শচীন টেন্ডুলকারের এক সময়ের প্রিয় বন্ধু বিনোদ কাম্বলি। বেজায় চটেছেন তিনি।

 বৃহস্পতিবার মারা গিয়েছেন ৭০ বছর বয়সি অভিনেতা বিনোদ খন্না। তাকে শ্রদ্ধা না-জানিয়ে ভক্তরা কাম্বলিকে শ্রদ্ধা জানিয়েছেন। শুরুতে এক জন কাম্বলিকে শ্রদ্ধা জানানোর পর আরও অনেকে একই কাজ করেছেন। এক জন অবশ্য ভুলটা ধরিয়ে দিয়েছেন। সেই ভক্তটি টুইট করে বলেছেন, ‘আরে ভাই, মারা গিয়েছেন বিনোদ খন্না। বিনোদ কাম্বলি নন।’

টুইটারে তাকে নিয়ে যা সব কাণ্ডকারখানা চলল, তা দেখে আর বসে থাকতে পারেননি ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলা কাম্বলি। যে ভক্ত কাম্বলিকে নিয়ে টুইট করেছেন, তার উদ্দেশে কাম্বলির পাল্টা টুইট, ‘বিনোদ খান্নার মৃত্যুতে যে আমাকে ট্যাগ করে টুইট করেছে, তার লজ্জা হওয়া উচিত। বিনোদ খান্নাকে সম্মান করো। তিনি দুর্দান্ত অভিনেতা। বিনোদ খান্নার মৃত্যুতে আমাকে যে ট্যাগ করেছে, ঈশ্বর তাকে শাস্তি দেবেন।’ এর পর অবশ্য অনেকে আগের টুইটগুলো মুছে ফেলেছেন। দাবি করেছেন, ব্যাপারটা নিতান্তই ভুল বোঝাবুঝি। মৃত্যু নিয়ে রসিকতা তারা করেননি।
২৭ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে