বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ১১:৪৫:৩৪

অবিশ্বাস্য কিপিং ম্যাজিক দেখালেন ধোনি

অবিশ্বাস্য কিপিং ম্যাজিক দেখালেন ধোনি

স্পোর্টস ডেস্ক: মাহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিংয়ের মানটাই আলাদা। বিদ্যুৎ গতিতে স্টাম্পিং করাটা তাঁর কাছে জলভাত। শুধু তাই নয়, উইকেটের দিকে না-তাকিয়েও অনায়াসে স্টাম্প করতে পারেন মাহি। বিশ্বের অন্যতম সেরা কিপার এটাই করে আসছেন বছরের পর বছর।

গতকাল কলকাতা বনাম পুণের ম্যাচেও সেই ধোনির অবিশ্বাস্য ম্যাজিক দেখা গেল। ঘটনাটি ঘটল কেকেআর-এর তৃতীয় ওভারে। ওয়াশিংটন সুন্দরের বল ফাইন লেগে ফ্লিক করে শর্ট রান নেওয়ার জন্য ছুটলেন গৌতম গম্ভীর। শার্দুল ঠাকুর বল ধরেই উইকেট লক্ষ্য করে ছুঁড়লেন।  

ধোনি বুঝতে পারেন যে, শারদুলের ছোঁড়া বল গ্রিপ করার সময়তেই সুনীল নারিন রানটি নিয়ে ফেলবেন। ফলে ধোনি বল না-ধরে শুধু গ্লাভস ছুঁইয়ে স্টাম্প করে দিলেন। আর ধোনির এই ‘স্ট্রিট স্মার্ট’ বুদ্ধির তারিফ করছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ম্যাচ শেষে কেকেআর-এর উইকেট কিপার-ব্যাটসম্যান রবিন উথাপ্পাও মাহির এই স্টাম্পিংয়ের ভূয়সী প্রশংসা করলেন। তিনি বলছেন, ‘‘ ভারতীয়দের কাছে এমএস উইকেট কিপিংয়ের মাপকাঠি। আমি ধীরে ধীরে সেটা রপ্ত করার চেষ্টা করছি। ’’

২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে