শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১২:২৮:৩৬

৭ উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে দুরন্ত জয় গুজরাতের

৭ উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে দুরন্ত জয় গুজরাতের

স্পোর্টস ডেস্ক: দুরন্ত জয় গুজরাতের। বেঙ্গালুরুকে হারিয়ে ছ’নম্বরে উঠে এল গুজরাত লায়ন্স। দুই ওপেনার রান না পেলেও ব্যাট হাতে বাজিমাত সুরেশ রায়না ও অ্যারন ফিঞ্চের। ৩৭ বল বাকি থাকতেই বেঙ্গালুরুর ঘরে গিয়ে বিরাটদের হারিয়ে এলেন রায়নারা।

বেঙ্গালুরুর খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। ইডেনে কলকাতার বিরুদ্ধে মাত্র ৪৯ রানেই গুটিয়ে যাওয়া ইনিংসের পর হতাশ অধিনায়ক বিরাট কোহালির হুঙ্কারেও কাজ হল না। কারণ মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস।

এর আগের ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। যেখানে ঘুরে দাঁড়ানোর কথা ছিল বেঙ্গালুরুর। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করেই থামতে হয়েছিল। এদিনও প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা।

টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক সুরেশ রায়না। ওপেন করতে এসে ১১ বলে৮ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান ক্রিস গেইল। এর পর ইনিংসের হাল ধরার কথা ছিল বিরাট কোহালি ও এবি ডে ভিলিয়ার্সের। কিন্তু দু’জনেই হতাশ করে ফেরেন প্যাভেলিয়নে। ১৩ বলে ১০ রান করেন বিরাট। ডে ভিলিয়ার্সের রান ১১ বলে ৫। ত্রাভিস হেড কোনও রান না করেই আউট হন। এর পর কিছুটা স্বস্তি ফিরিয়ে দেন কেদার যাদব।

জাডেজার বলে বোল্ড হওয়ার আগে ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। যার ফলে কিছুটা এগোয় বেঙ্গালুরু। মনদীপ সিংহ ৮ রান করে ফেরার পর কেদার যাদবকে যোগ্য সঙ্গত পবন নেগির। তাঁর ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রান। এই ম্যাচেই গুজরাতের হয়ে অভিষেক হওয়া অঙ্কিত সোনির বলে বাসিল থাম্পিকে ক্যাচ তুলে দেওয়ার আগে তিনটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। এর পর আর কেউই সেই ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। স্যামুয়েল বদ্রী ৩, শ্রীনাথ অরবিন্দ ৯, ও য়ুজবেন্দ্র চাহাল ১ রান করে আউট হন। গুজরাতের হয়ে তিনটি উইকেট নেন অ্যান্ড্রু টাই, জোড়া উইকেট রবীন্দ্র জাডেজার। একটি করে উইকেট নেন বাসিল থাম্পি, অঙ্কিত সোনি ও জেমস ফকনার।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত লায়ন্স। ইশান কিষান ১৬ ও ব্রেন্ডন ম্যাকালাম ৩ রান করে আউট হওয়ার পর গুজরাত ইনিংসের হাল ধরেন সুরেশ রায়না ও অ্যারন ফিঞ্চ।

৩০ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে এই মুহূর্তে আইপিএল-এর সর্বোচ্চ রান তাঁরই। অন্যদিকে, অসাধারণ ব্যাট করলেন অ্যারন ফিঞ্চ। গুজরাতের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি তো করলেনই সঙ্গে ৩৪ বলে ৭২ রান করে আউট হলেন। তাঁর এই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি। বেঙ্গালুরু য়ে ভাবে ব্যাট হাতে ফ্লপ সে ভাবে বল হাতেও ব্যর্থ। বেঙ্গালুরুর হয়ে জোড়া উইকেট নিলেন স্যামুয়েল বদ্রী। একটি উইকেট পবন নেগি।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে