শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১১:২৭:১৪

আইসিসিতে বড় ক্ষতি হয়েছে ভারতের

আইসিসিতে বড় ক্ষতি হয়েছে ভারতের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দু’টি সংস্কার প্রস্তাবে একঘরে হয়ে পড়েছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে ধনী এ ক্রিকেট বোর্ড কাউকে পাশে পেলো না। আইসিসি নতুন আর্থিক ও পরিচালনা কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে।

বড় ক্ষতিই হয়েছে ভারতের। আট বছরের নতুন আর্থিক কাঠামোতে ভারতের আয়ের অঙ্কটা নেমে এলো অর্ধেকে। নতুন সিদ্ধান্তে ভারত পাবে ২৯৩ মিলিয়ন ডলার। এর ভারত পাচ্ছিল ৫৭০ মিলিয়ন। নতুন আর্থিক কাঠামোয় ইংল্যান্ড ১৪৩ মিলিয়ন ও জিম্বাবুয়ে পাবে ৯৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশসহ আইসিসির পূর্ণ সদস্য বাকি দেশগুলোর প্রত্যেকে ১৩২ মিলিয়ন ডলার পাবে। আর আইসিসির সহযোগী দেশগুলোর জন্য থাকছে ২৮০ মিলিয়ন ডলারের তহবিল। দুবাইয়ে আইসিসি’র প্রধান কার্যালয়ে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটি হয় বুধবার। নতুন পরিচালনা কাঠামোর বিপক্ষে ভারত সঙ্গী পায় শুধু শ্রীলঙ্কাকে। এতে পক্ষে ভোট পড়ে ৮টি। এতে ভারত হেরে যায় ৮-২ ভোটে। আর আর্থিক সংস্কার প্রস্তাবে তারা আরো বড় ধাক্কা খায়। আর্থিক প্রস্তাবের ভোটাভুটিতে ভারত কাউকে পাশে পায়নি।

এক্ষেত্রে শ্রীলঙ্কাও তাদের পক্ষে ভোট দেয়নি। নতুন আর্থিক সংস্কারের বিরোধিতায় ভারত হেরেছে ৯-১ ব্যবধানে। এই দুই বিষয়ে আপাতত ভোটাভুটি হয়েছে। সংস্কার প্রস্তাব চূড়ান্ত পাস হবে জুলাইয়ে আইসিসি’র বার্ষিক সভায়। আইসিসি’র ‘তিন মোড়ল’ নীতির আর্থিক কাঠামোয় ভারত ক্রিকেট বোর্ড পায় ৫৭০ মিলিয়ন ডলার। বাকি ক্রিকেট বোর্ডগুলো তাদের চেয়ে অনেক কম অর্থ পায়। যদিও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এক সময় ‘তিন মোড়ল’ নীতির পক্ষে ছিল।

ভারতের সঙ্গে তারাই ছিল এর সিংহভাগের ভাগিদার। আর্থিক দিক দিয়ে তারাও মোটামুটি লাভবান ছিল। কিন্তু এখন তারা ভারতের পাশে নেই। অর্থের এই পরিমাণ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি’র মধ্যে টানাপড়েন চলছিল। দু’দিন আগে ভারতকে এক প্রস্তাব দেন আইসিসি’র চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি বিসিসিআইকে ৪০০ মিলিয়ন ডলার নিয়ে ঝামেলা চুকিয়ে ফেলার পরামর্শ দেন।

কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারা ৫৭০ মিলিয়ন ডলার নেয়ার ব্যাপারে ছিল দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু নতুন সংস্কার প্রস্তাব পাস হলে ভারত ৪০০ মিলিয়ন ডলারও পাবে না। ২৯৩ মিলিয়ন ডলার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের। নিজেদের স্বার্থে গো ধরে বসে থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড এখন আমও হারালো ছালাও হারালো।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে