শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১১:৫৫:১১

পাকিস্তানের মাটিতে ক্রিকেটের আয়োজনের জন্য দল পাঠাচ্ছে খোদ আইসিসি!

পাকিস্তানের মাটিতে ক্রিকেটের আয়োজনের জন্য দল পাঠাচ্ছে খোদ আইসিসি!

স্পোর্টস ডেস্ক: নতুন আবহ। নতুন প্রবাহ। পাকিস্তানের মাটিতে ক্রিকেটের আয়োজনের জন্য দল পাঠাচ্ছে খোদ আইসিসি! পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর লক্ষ্যে আলাপ-আলোচনা শুরু করে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

দুবাইয়ে আইসিসি’র বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এ ব্যাপারে আশ্বস্তও করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি। সে জন্য পাকিস্তানের মাটিতে নিরাপত্তা পর্যালোচনা সংক্রান্ত বিশেষ কর্মসূচিও গৃহীত হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে সবার আগে একটি টি-২০ সিরিজ খেলার জন্য বিশ্ব একাদশ টিম পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা রয়েছে আইসিসি’র। সিরিজের চারটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে চুক্তি মাফিক পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের বক্তব্য, ভারত দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় তাদের প্রচুর পরিমাণ আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে। এজন্য ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পিসিবি’র চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় পিসিবি ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে।’
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে