শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৩:২৫:৪৪

জীবিত ক্রিকেটারকে মৃত বলে প্রচার

জীবিত ক্রিকেটারকে মৃত বলে প্রচার

স্পোর্টস ডেস্ক: জানাশুনা ছাড়াই জীবিত ক্রিকেটারকে মৃত বলে প্রচার করে দিল একদল লোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হতে থাকে, মারা গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।

যার নমুনা ছিল এমন, ‘কী অসাধারণ এক ক্রিকেটার ছিলেন তিনি।’ এর পরে হ্যাশট্যাগ দিয়ে ‘রিপ’! অর্থাৎ ‘রেস্ট ইন পিস।’ একজন ভুলটা ধরিয়ে দিয়েছেন। ‘আরে ভাই, মারা গিয়েছেন বিনোদ খান্না। বিনোদ কাম্বলি নন।’

খবর শুনে বেশ রেগেছেন বিনোদ। এক টুইটে তিনি বলেন, ‘বিনোদ খান্নার মৃত্যুতে যে আমাকে ট্যাগ করে টুইট করেছে, তার লজ্জা হওয়া উচিত। বিনোদ খান্নাকে সম্মান করতে শিখো। তিনি সত্যিই দুর্দান্ত একজন অভিনেতা। খান্নার মৃত্যুতে আমাকে যে ট্যাগ করেছে, ঈশ্বর তাকে মাফ করবে না।’

পরে অবশ্য অনেকেই আগের টুইটগুলো মুছে ফেলেন। তাদের দাবি, ব্যাপারটা নিতান্তই ভুল বোঝাবুঝি। মৃত্যু নিয়ে রসিকতা তাঁরা করেননি। প্রসঙ্গত, বৃহস্পতিবার মারা যান ৭০ বছর বয়সী ভারতীয় অভিনেতা বিনোদ খান্না।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে