শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৪:০৩:৪০

গম্ভীর যা করলেন, তাতে গর্বিত হবেন সব ক্রিকেটপ্রেমী

গম্ভীর যা করলেন, তাতে গর্বিত হবেন সব ক্রিকেটপ্রেমী

স্পোর্টস ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী বা আধা সেনাদের উপর কোনও আক্রমণ হলে বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। মাত্র কয়েকদিন আগেই ছত্তিশগড়ে মাওবাদী হানায় ২৫জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরেও টুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

তবে শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়ে থেমে থাকা নয়। গৌতম গম্ভীর এবার এমন এক পদক্ষেপ নিলেন, যা অনেক সেলিব্রিটি বা তারকার কাছেই শিক্ষণীয় হতে পারে। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হানায় যে জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কেকেআর অধিনায়ক।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে নিজের কলামেই একথা জানিয়েছেন গৌতম। তিনি লিখেছেন, গৌতম গম্ভীর ফাউন্ডেশনের পক্ষ থেকেই সুকমার শহিদদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দাবি করেছেন, তাঁর টিম এ বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এ বিষয়ে যা অগ্রগতি হবে তা জানাবেন বলেও লিখেছেন গৌতম।

পুণে সুপারজায়ান্ট-এর বিরুদ্ধে ম্যাচেই সুকমার শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছিল কেকেআর। এর আগে কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের প্রকাশ্য হেনস্থা নিয়েও টুইটারে সরব হয়েছিলেন গৌতম গম্ভীর।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে