সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩১:২৩

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া দলে ব্যাপক রদবদল

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া দলে ব্যাপক রদবদল

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে দু’টি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। আর সেই লক্ষ্যে সোমবার ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

১৫ সদস্যের এই দলে পেসার অ্যান্ড্রু ফেকেটে (৩০) ও ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটও (২২)কে বেড়ানো হয়েছে। তবে দেশটির অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের সর্মথকদের জন্য সুখবর হলো বাংলাদেশ সফর দিয়েই আবারো টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন তিনি। ম্যাক্সওয়েল ছাড়াও অস্ট্রেলীয় টেস্ট দলে নতুন করে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন জো বার্নস, প্যাট কামিন্স, উসমান খাজা, স্টিফেন ও’কিফে।

দলটির নেতৃত্বে থাকবেন স্মিথ। এটিই তার অধিনায়ক হওয়ার পর প্রথম সফর। এছাড়াও সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন ভোজেস।

বিশ্রামে যাওয়া দুই পেসার মিশেল জনসন ও জোশ হ্যাজেলউডের পরবর্তে পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন মিশেল স্টার্ক, পিটার সিডল ও প্যাট কমিন্স।


আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, অ্যান্ড্রু ফেকেতে, উসমান খাজা, নাথান লায়ন, মিশেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, স্টিফেন ও’কিফে, পিটার সিডল ও মিশেল স্টার্ক।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে