শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১২:৪৯:০১

ভারতের মোড়লগিরি ও আইসিসির অসন্তুষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে আইপিএল?

ভারতের মোড়লগিরি ও আইসিসির অসন্তুষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে আইপিএল?

স্পোর্টস ডেস্ক: ভারতের মোড়লগিরিতে অসন্তুষ্ট আইসিসি। এরই মধ্যে আইসিসিতে ভারত একঘরে হয়ে আছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহন এখনও অনিশ্চিত।

এটা নিয়ে ক্রিকেট ভক্তদের মনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, এবং ভারতীয় ক্রিকেটারদের মনেও পড়তে শুরু করেছে এর প্রভাব।গত ২৫ এপ্রিল দল ঘোষণার ডেডলাইন পার হয়ে গেলেও বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি, আর এতেই সন্দেহ এসেছে ভারতীয় ক্রিকেটারদের মনে।

বর্তমান চ্যাম্পিয়ন দল কি তাদের টাইটেল ডিফেন্ড করার সুযোগ পাবে? এই ব্যাপারে এখনো নিশ্চিত নন ভারতীয় ক্রিকেটাররা।ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেটাররা বেশ উদ্বীগ্ন। প্রতিবেদনে একজন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) বলেন, ‘বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই আমাদের কাছে ফোন করে জিজ্ঞেস করেছেন, আমরা যাচ্ছি, নাকি যাচ্ছি না? আমরা কেন তাদেরকে এমন পরিস্থিতিতে ফেলছি।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট মাঠে অনেক ভালো করছে। আমরা সেটাকে বয়কট করতে পারি না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললে খেলোয়াড়েরা জুনে কি করবে? চলুন, খেলোয়াড়দেরকে সংশয়ে না রাখি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পাঠালে আইসিসির সাথে সাথে ক্ষতিগ্রস্থ হবে বিসিসিআইও। সেক্ষেত্রে আইসিসি অন্যান্য সদস্য দেশকে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ এবং আইপিএলের জন্য খেলোয়াড় প্রদান করা থেকে বিরত থাকতে নির্দেশ দিতে পারে।

বিদেশি ক্রিকেটার না পেলে চলবে না আইপিএল। আগাম শঙ্কা ভারতের মোড়লগিরি ও আইসিসির অসন্তুষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে জমজমাট আইপিএল আসর?
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে