শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ১২:৫৯:৫৯

আইন দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার পক্ষে গাভাস্কার!

আইন দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার পক্ষে গাভাস্কার!

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে সদ্য শেষ হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় বেশ ভালোভাবেই নাস্তানাবুদ হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইসিসিতে কাউকে পাশে পায়নি ভারতীয় প্রতিনিধি দল।

জুনের এক তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। নানা রকম সমালোচনা হলেও, বোর্ড তাদের পাশে পাচ্ছে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার কে।

এপ্রিল মাস শেষ হয়ে এলেও এখনো দল ঘোষণা করেনি ভারত। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সাত মে বিশেষ সভা করবে তারা, এরপরেই সিদ্ধান্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশগ্রহণ করবে কি করবে না। তবে গাভাস্করের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ না নেওয়ার অধিকার আছে ভারতের। তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সালের একটি চুক্তিতে বলা আছে, নিজেদের সুবিধা বা অসুবিধায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের সরিয়ে নিতে পারবে।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলে গাভাস্কার  বলেন, ‘যদি তারা কঠোরভাবে সেই বই (চুক্তিপত্র) মেনে চলে, তবে সেখানেই ২০১৪ সালের এই টুর্নামেন্টের বিষয়ে বলা হয়েছি, অংশ না নেওয়ার অধিকার থাকবে ভারতের। আমি মনে করি আমাদের সেই চুক্তি এড়িয়ে যাওয়া ঠিক হবে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বর্তমানে দুই ভাগে বিভক্ত বিসিসিআই। বোর্ডের কেউ কেউ চাইছেন যত শিগগির সম্ভব চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে। বিসিসিআইয়ের জ্যেষ্ঠ এক সদস্য হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘আমরা এসজিএম করব (বিশেষ সভা)।

তবে সদস্যরা মনে করেন প্রথমেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করা উচিত।’ আরেক পক্ষ চাইছেন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হোক। যাতে কিছুটা হলেও চাপে পরে আইসিসি।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে