ভারত পাকিস্তান সিরিজের এখনও সম্ভাবনা রয়েছে!
স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছেনা্। তার মধ্যে ভারতের ম্বুবাইয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড সভাপতির বৈঠকে শিব সেনাদের হামলার ঘটনায় দ্বিপাক্ষিক সিরিজের সম্ভবনাটি অনেকটা ফিকে হয়ে গেছে।
তার পরও দুই দেশের বোর্ড কর্মকর্তারা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনও সম্ভবনা দেখেন। দুই দেশের মধ্যকার সিরিজের সম্ভাবনাকে এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ কর্মকর্তা রাজীব শুক্লা।
পাকিস্তানের এক সংবাদপত্রকে তিনি বলেন,‘ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে কথা চলছে। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই আমরা এ নিয়ে আবারো আলোচনায় বসব। সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
পাকিস্তান বোর্ডের প্রধান নাজাম শেঠিও জানিয়েছেন,‘ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আমরা ইতিবাচক ইঙ্গিতই পেয়েছি।আবারো আলোচনা হবে, আশা করছি ইতিবাচকই কিছু হবে।
প্রসঙ্গত, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত ক্রিকেট বোর্ডকে বার বার অনুরোধ করেও কোন সুবিধা করতে পারেনি। এ নিয়ে বিরক্ত সাবেক-বর্তমান পাক ক্রিকেটাররাও। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে(পিসিবি) ঘাঁটতে নিষেধ করে দিয়েছেন। একই পথে হাঁটলেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম-উল-হক।
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর