শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ০৫:১৫:০৭

সাসেক্সে অনুশীলনে টাইগার নাসির, দলে ফেরার অপেক্ষায়

সাসেক্সে অনুশীলনে টাইগার নাসির, দলে ফেরার অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ইংল্যান্ডের সাসেক্সে আজ থেকে শুরু হলো টাইগারদের অনুশীলন ক্যাম্প।  ২৬ এপ্রিল রাত পৌনে ১টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে মাশরাফি বাহিনী। দুবাইতে ট্রানজিট এরপর দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ২৭ তারিখ বিকেল নাগাদ লন্ডন গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমদিন বিশ্রাম নেওয়ার পর শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়ে ক্রিকেটাররা। মাশরাফিদের অনুশীলনের বেশ কিছু ছবি টুইটারে পোস্ট করেছে সাসেক্স কর্তৃপক্ষ।

সাসেক্সের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডের ইনডোর এবং আউটডোরে প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর কিছুক্ষণ নেটেও কাটান তারা। পাশাপাশি সাসেক্সের সেন্ট্রাল উইকেটে নেট লাগিয়েও অনুশীলন করতে দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। অনুশীলনে যোগ দিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেনও।

আগামী জুনের ১ তারিখ থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগেই ১২ মে থেকে আয়ারল্যান্ডে তিন জাতি ক্রিকেট সিরিজ। তার আগে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই এই অনুশীলন ক্যাম্প।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যর দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে ১৬ জন ইতিমধ্যেই লন্ডনে পৌঁছেছেন। যাননি কেবল সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তারা দুজন আগামী ৪ মে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
২৯ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে