চিটাগাং ভাইকিংসের প্রতি কৃতজ্ঞ আমির
স্পোর্টস ডেস্ক: জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ২২ নভেম্বর পর্দা নামছে বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার লিগ (বিপিএল)এর। আসছে বিপিএল উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ লটারি।ফ্রাঞ্চাজিং গুলো পছন্দ মত নিলামের মাধ্যমে দলে ভিড়িয়েছেন দেশি বিদেশি খেলোয়াড়দের।
এবার চিটাগাং কিংসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে পাকিস্তান জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ আমিরকে। এই টুর্নামেন্টে অংশ নেয়াকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম ধাপ বলছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষিদ্ধাদেশ কাটিয়ে বর্তমানে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলছেন এ পেসার।
আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে খেলতে গত সপ্তাহেই চিটাগাং ভাইকিংসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ২৩ বছর বয়সী আমির।
বার্তা সংস্থা এএফপি’কে আমির বলেন, ‘আমাকে বেছে নেয়ায় চিটাগাং ভাইকিংসের প্রতি আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভক্তদের মন জয় করতে দলটির পক্ষে ভাল পারফরম্যান্স করতে নিজেকে শতভাগ উজাড় করে দেব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনর্জীবিত করতে এটাই হবে আমার প্রথম ধাপ।’
ঘরোয়া ক্রিকেটে আমি ভালো পারফরম্যান্স করছেন।নিয়মিত উইকেট শিকার করছেন তিনি। আর এতে দারুণ উচ্ছ্বসিত আমির। বলেন, ‘ঠিক এই মুহূর্তে আমি নিজের পারফরম্যান্সে সত্যিকারার্থেই খুশি এবং প্রকৃত অর্থেই এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর