রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৮:১৭:২৯

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ তিন দলই শক্তিশালী

 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ তিন দলই শক্তিশালী

স্পোর্টস ডেস্ক: “আয়ারল্যান্ড সফরটা ভালভাবে কাটালেই দলের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।  মানসিকভাবেও চাঙ্গা থাকবে।  যেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড (১ জুন ম্যাচ), অস্ট্রেলিয়া (৫ জুন ম্যাচ) ও নিউজিল্যান্ডকে (৯ জুন) দারুণভাবে ভোগাবে। ”

কথাগুলো বলছিলেন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিন।  সাকিব-তামিমদের মতো অনেক তারকা ক্রিকেটারের সরাসরি অভিভাবক ধরা হয় যাকে।  সম্প্রতি ‘জনকণ্ঠ’ পত্রিকাকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্মেন্সে ভরসা রেখে বর্ষীয়ান এই ক্রীড়াব্যক্তিত্ব জানান, “এখন আর বাংলাদেশ দলকে কোন প্রতিপক্ষই হাল্কাভাবে নেয়ার দুঃসাহস দেখায় না।  এটা অনেক বড় অর্জন।  বাংলাদেশও কোন দলকেই এখন আর হারাতে পারবে না

সেই ধারণা উড়ে গেছে।  ক্রিকেটাররা এখন ভালভাবেই জানে, যদি দিনটিতে সেরা খেলা উপহার দেয়া যায় এবং ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখানো যায়; বিশ্বের কোন দলই কুলিয়ে উঠতে পারবে না। ”

একইসাথে যোগ করেন, “তাছাড়া তিন দলকেই বাংলাদেশ এরআগে হারিয়েছে।  ইংল্যান্ডকে তো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো কন্ডিশনেও হারিয়েছে বাংলাদেশ।  তাই স্বাগতিক হলেও ইংল্যান্ডকে হারানো সম্ভব।  অস্ট্রেলিয়া সেই তুলনায় খুবই কঠিন প্রতিপক্ষ।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তিন প্রতিপক্ষ কঠিন। ”

বিশেষভাবে তিনি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া কে।  কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল শুধুমাত্র অস্ট্রেলিয়া দলকেই মোকাবেলা করতে পারেনি।  একইসাথে তিনি মনে করছেন কার্ডিফের স্মৃতি মানসিকভাবে এগিয়ে রাখবে টাইগারদের।  তার ভাষায়,

“তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যেহেতু বিগত দিনগুলোতে ওয়ানডে খেলা হয়নি, তাই একটু বেশিই কঠিন।  তবে সেটি আবার বাংলাদেশের জন্যও ইতিবাচক।  কারণ অস্ট্রেলিয়াও থাকবে চাপে।  তারাও তো বাংলাদেশের বিপক্ষে বিগত দিনগুলোতে খেলেনি। ”

সাথে যোগ করেন, “আর কার্ডিফে যেহেতু বাংলাদেশের প্রেরণা পাওয়ার মতো জয় ২০০৫ সালে রয়েছে।  অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।  এবার তাই নিউজিল্যান্ডের সঙ্গে এই মাঠে খেলা।  জেতার সম্ভাবনাও থাকছে।  ২০০৬ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। ”
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে