রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১০:৫২:৪২

আইপিএল থেকে কোহলি-গেইল-এবিডি ভিলিয়ার্সদের বিদায় করে দিলেন ইমরান তাহির

আইপিএল থেকে কোহলি-গেইল-এবিডি ভিলিয়ার্সদের বিদায় করে দিলেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক: অথচ তাকে দলেই নিতে চায়নি কোনো দল। বেন স্টোকস সাড়ে চৌদ্দ কোটি রুপিতে দল পেলেও ইমরান তাহির বিশ্বের এক নম্বর বোলার হয়েও অবহেলার শিকার হন ভারতীয় আইপিএলে। পরে রাইজিং পুনে মামুলি দামে দলে নেয় ইমরান তাহিরকে। কিন্তু পারফর্মে তাদের একের পর এক লজ্জা দিয়ে যাচ্ছেন ইমরান তাহির।

এবার তিনি আইপিএল আসর থেকেই বিদায় করে দিলেন কোহলি-গেইল-এবিডি ভিলিয়ার্সদের। ৪৯ রানের পর ৯৬ রানে ৯ উইকেট।  রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে হেরে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার সম্ভবনা পাকা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  পুনের কাছে ৬১ রানে হার বেঙ্গালুরুর।  

আরসিবির হারের মূলে ফের ব্যাটিং বিপর্যয়। একমাত্র অধিনায়ক বিরাট কোহলি ছাড়া কোনও ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ফের একবার হতাশ করল বিরাট বাহিনী।  টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি।

প্রথম থেকেই তাহির-ফার্গুনসনের পুনেকে সামলাতে এদিন হিমশিম খেতে হচ্ছিল বেঙ্গালুরুর বোলারদের।  আর পুনের বোলারদের সামনে একা কোহলি ছাড়া কেউ টিকতেও পারেননি ২-৪ বলের বেশি।  ফলাফল ফের এক লজ্জাজনক হার।

পুনের হয়ে একমাত্র অজিঙ্কা রাহানে বাদে প্রত্যেকেই রান পেয়েছেন এদিন।  রাহুল ত্রিপাঠী ২৮ বলে ৩৭ রান করেন।  মনোজ তিওয়ারি ৩৫ বলে ৪৪* রান করেন, তবে এদিন পুনের হয়ে সর্বোচ্চ রান করেন পুনে অধিনায়ক স্টিভ স্মিথ।  ৩২ বলে ৪৫ রান করেন তিনি।  এদিন ধোনিও ১৭ বলে ২১* রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।  তবে পুনের উইকেট বেশি না পড়লেও এদিন টাইট বোলিংয়ে ১৫৭ রানে পুনেকে আটতে রাখতে সমর্থ হয় বেঙ্গালুরুর বোলাররা।  

স্যামুয়েল বদ্রী, পবন নেগী, স্টুয়ার্ট বিনি একটি করে উইকেট পান।  এরপরে ব্যাট করতে নেমে ভের ভরাডুবির মুখে পড়ে টিম ব্যাঙ্গালোর।  ১১ রানে প্রথম উইকেট পড়ে, ৬১ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়।  ট্রাভিস হেড, এবি ডিভিলিয়ার্স, কেদার যাদব কেউই ২ অঙ্কের রান করতে পারেননি।  

তবে স্বস্তির বিষয় বিরাট কোহলি এদিন একদিকটা ধরে রেখেছিলেন।  ৪৮ বলে ৫৫ রান করেন তিনি।  তবে ব্যাটে বলে সংযোগ খুব কষ্টে হচ্ছিল।  এদিন অফ ফর্মে থাকা ক্রিস গেইলের জায়গায় শচীন বেবিকে দলে আনে বেঙ্গালুরু ।  তবে শচীনও এদিন কিছুই করে উঠতে পারেননি।  ৪ বলে ২ রান করেই ফিরতে হয় তাঁকে।

বল হাতে পুনের এ দিন বড় তুরুপের তাস ছিলেন ইমরান তাহির। তাহির মূল্যবান ৩টি উইকেট নিয়ে পতন নামান কোহলি শিবিরে। বেঙ্গলালুরুর কঠিন বিপদের সময় বড় আঘাতটা যিনি হানলেন তিনি ইমরান তাহির। কোহলির প্লে-অফ থেকে বিদায় নেয়াটা এখন চূড়ান্ত!  
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে