স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ হকি ফেডারেশনে বিদ্যমান ছিল নানা সমস্যা। শুক্রবার ফেডারেশনের গভর্নিং বডি মিটিংয়ে বসে এইসব সমস্যা সমাধানের জন্য। পদের রদবলের মাধ্যমেই সমস্যা সমাধানের পথ বেছে নেয়া হয়।
শুক্রবারের মিটিংয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতউল্লাহ। পদ শূণ্য থাকায় ফেডারেশনের সহ-সভাপতি করা হয়েছে তাকে। অন্যদিকে নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সাদেককে।
হকি ফেডারেশনের গুরু দায়িত্বে পরিবর্তন আসায় চলমান লিগে অংশ নেবে অভিযোগকারী দলগুলো। নতুন সাধারন সম্পাদক দায়িত্ব নিয়ে নিয়ে ফেডারেশনের জন্য কাজ করতে চান আবদুস সাদেক।
সব ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে দেশের হকি অঙ্গনের উন্নতি চান তিনি। এমন রদবদলে কোনো আপত্ত্বি নেই রহমত উল্লাহর। বেশ কিছু দিন বেশ ঝামেলায় ছিল হকি অঙ্গন। এখন সেখানে যেন নতুন পরশ।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর