রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ১২:১৬:৪৩

‘বিশ্বসেরা অলরাউন্ডার কে?’ এমন প্রশ্নের উত্তরে যা বললেন সাকিব!

‘বিশ্বসেরা অলরাউন্ডার কে?’ এমন প্রশ্নের উত্তরে যা বললেন সাকিব!

স্পোর্টস ডেস্ক: ২০০৯-১০ সাল থেকেই প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে টানা ধারাবাহিকতা ধরে রেখে আসছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারকে যদি প্রশ্ন করা হয়, তার দৃষ্টিতে সেরা অলরাউন্ডার কে… আপনি কি উত্তর আশা করবেন? সম্প্রতি হারশা ভোগলের এক প্রশ্নে সাকিব জানান, ‘এক সময় আমি ভাবতাব অ্যান্ড্রু ফ্লিনটফ সেরা অলরাউন্ডার। কিন্তু জ্যাক ক্যালিসকে সবার সেরা বলা যায়। তার রেকর্ড সেটাই প্রমান করে। ’

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে ইংলিশ ম্যান অ্যান্ড্রু ফ্লিনটফ ছিলেন দারুন ফর্মে। ইনজুরির কারনে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সম্পূর্ণ প্রস্ফুটিত হতে না পারলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জনের কমতি নেই ইংলিশ ম্যানের।

অন্যদিকে পরিসংখ্যানের দিক থেকে দক্ষিন আফ্রিকার কিংবদন্তী জ্যাক ক্যালিসের ধারেকাছে কেউ নেই। ব্যাটিংয়ে ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকারের সাথে পাল্লা দিয়ে রান করার সাথে সাথে সমসাময়িক বোলারদের চেয়ে কোন অংশে কম ছিলেন ‘কিং ক্যালিস’।

পূর্বে আইপিএলে সাকিবের সতীর্থ ও বর্তমানে সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই দক্ষিন আফ্রিকান। ক্রিকেট ছেড়ে দেয়া দুই অলরাউন্ডারের নাম বলে পার পেয়ে যাওয়ার কথা না সাকিবের।

চতুর হারশা সাকিবকে ফিরতি প্রশ্নে বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের নাম জানতে চান। উত্তরে অপ্রস্তুত সাকিব হেঁসে জবাব দেন,

‘এখন? আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী আমি বিশ্ব সেরা অলরাউন্ডার (হাঁসি)। আসলে এখন কয়েকজন ভালো অলরাউন্ডার আছে বিশ্ব ক্রিকেটে। বেন স্টোকস এদের মধ্যে একজন। আমি মনে করি সে ব্যাটে বলে দারুন একজন ক্রিকেটার। ’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে