রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০১:০২:৪৮

কলকাতার একাদশে সুযোগ না পাওয়ার কারণ নিজেই জানালেন সাকিব

কলকাতার একাদশে সুযোগ না পাওয়ার কারণ নিজেই জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান এই মৌসুমের আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলেছেন মাত্র একটি ম্যাচ। এখন পর্যন্ত ডাগআউটের বেঞ্চ গরম করেই সময় কেটেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। নিজেদের প্রিয় ক্রিকেটারকে মাঠে না পেয়ে স্বভাবতই চাপা ক্ষোভ ছড়িয়েছে ভক্তদের মনে। অবশেষে সাকিব আল হাসান নিজেই জানালেন তার একাদশে সুযোগ না পাবার কারন।

একাদশে না থাকার প্রসঙ্গে সাকিব বলেন, 'আসলে আমি এখানে ছুটিতে আছি এবং আমি এটা বেশ উপভোগ করছি। আমি এখানে রিল্যাক্স করছি, আপনিই বলুন এর থেকে বড় আনন্দের কিছু আছে! তারাও (কেকেআর ম্যানেজমেন্ট) বলছে, 'এই মৌসুমে তোমার বিশ্রাম দরকার, যাতে তুমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পার।'

তবে, একাদশের বাইরে থাকাটাও একটা খেলোয়াড়ের জন্য খুব ভালো অভিজ্ঞতা নয়। মাঠের বাইরে থেকে খেলা দেখাটা সুখকর অভিজ্ঞতা নয় জানিয়ে সাকিব বলেন, 'এটা খুবই আলাদা একটা অনুভুতি, বিশেষ করে একজন বাদ পড়া খেলোয়াড়ের জন্য। ওই পরিস্থিতিতে, বাইরে থেকে খেলা দেখাটা সম্পূর্ণই ভিন্ন অভিজ্ঞতা।'

একজন খেলোয়াড়, একজন কোচ অথবা একজন দর্শক খেলাটাকে আলাদা আলাদা নজরে দেখেন বলেই বিশ্বাস করেন এই বাঁহাতি অলরাউন্ডার। খেলাটাকে নতুন এক কোন থেকে আবিস্কার করেছেন শেষ কয়েক দিনে এটা উল্লেখ করে সাকিব বলেন, 'খেলাটাকে আপনি কিভাবে দেখছেন, অনেক কিছুই সেটার উপর নির্ভর করে। এটা একেক দিক থেকে একেকরকম। আপনি দর্শক হলে একভাবে দেখবেন, আপনি কোচ হলে অন্যভাবে দেখবেন, আবার আপনি খেলোয়াড় হলে ব্যাপারটা ভিন্ন, এবং আপনি যদি বাদ পরা খেলোয়াড় হন তাহলে ব্যাপারটা আরও আলাদা।'

অবশ্য একজন প্রফেশনাল হিসাবে ভেতরের অনেক আবেগ অনুভুতিই প্রকাশ করতে নারাজ সাকিব। এই মৌসুমের বাদ পড়ার অভিজ্ঞতাকে নিজের ভেতরেই রাখতে চান জানিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমার কিছু অভিজ্ঞতা হচ্ছে এবার, কিন্তু আমি সেটা প্রকাশ করবো না। সেগুলো আমার ভেতরেই থাক। যারা আগে কখনো এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যায়নি, তারা এমন পরিস্থিতিতে অনেক কিছু শিখতে পারে।'

দলে সুযোগ না পাওয়ার কষ্ট হয়ত সাকিবকে পোড়াচ্ছে, কিন্তু সেই সাথে পাওয়া বিশ্রামকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ফিট সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস। সেদিক থেকে চিন্তা করলে, সাকিবের কেকেআর একাদশে সুযোগ না পাওয়াটা অনেকটা শাপে বর হয়েই আসলো। নিজের ভেতরের অনুভুতি বরাবরই আগলে রাখা সাকিবও জানালেন বিশ্রামে অখুশি নন তিনি নিজেও।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে