রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০২:০৯:৩৬

হুমকির মুখে পড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট

হুমকির মুখে পড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই অনেক ঘটা করে পুরুষ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তখন নারী ক্রিকেটারদের ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি। হুমকির মুখে পড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট! গণমাধ্যমের পক্ষ থেকেও বোর্ডকে কোন প্রশ্ন করা হয়নি। তাই মোটামুটি ধামাচাপাই পড়ে যাচ্ছিল বিষয়টি।

এরপর গণমাধ্যমে লেখালেখি শুরু হলে টনক নড়ে বিসিবির। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর জাতীয় ক্রিকেট লিগে ৫০০ টাকা করে ম্যাচ ফি পেয়েছেন নারী ক্রিকেটাররা। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬০০-এ।  

এ ব্যাপারটি শনিবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী বুলু। কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায়।  আজকের দিনে এসেও মাত্র ৬০০ টাকা ম্যাচ ফি! এটা কি করে সম্ভব? স্বভাবতই চাপা ক্ষোভ রয়েছে নারী ক্রিকেটারদের মনে।  

এবং সুযোগ পেয়ে সেই ক্ষোভ উগড়ে দিতে ভুল করেননি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক রুমানা আহমেদ। তিনি নিজের অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এটা সত্যিই আফসোসের বিষয়। টাকার অঙ্কটা খুবই কম। এতে আমাদের ছোট মনে হয়। ’

এমএ আউয়াল চৌধুরী বুলুও বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত।  হতাশ কণ্ঠে তিনি তুলে ধরেন এ ব্যাপারে তার বা বোর্ডের অসহায়ত্বের কথা, ‘ছেলেদের ক্রিকেটে কোটি কোটি টাকার স্পন্সর এলেও মেয়েদের ব্যাপারে তারা কৃপণ।  অনেক চেষ্টা করেও আলাদা স্পন্সর আনতে পারছি না। ’
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে