রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০২:২৩:৫৪

ফের অবিশ্বাস্য পারফর্ম করে সবার নজর কেড়ে নিলেন আবদুর রাজ্জাক

ফের অবিশ্বাস্য পারফর্ম করে সবার নজর কেড়ে নিলেন আবদুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডটি নিজেদের করে নিয়েছেন বাঁ-হাতি স্পিনাররা। রবিবার ফতুল্লায় বোলিং ঝলক দেখিয়েছেন আব্দুর রাজ্জাক। অবিশ্বাস্য পারফর্ম করে সবার নজর কেড়ে নিলেন আবদুর রাজ্জাকবিকেএসপিতে তাইজুল ইসলাম এবং সতীর্থ এনামুল হক জুনিয়র।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আব্দুর রাজ্জাকের বাঁহাতি স্পিনে কাবু হয়ে ৪৬.৩ ওভারে ২০১ রানে অলআউট পারটেক্স স্পোর্টিং ক্লাব। মাত্র ৮.৩ ওভার বোলিং করে দুই মেইডেনসহ ২২ রানে ৫ উইকেট নেন শেখ জামালের অধিনায়ক আবদুর রাজ্জাক।

লিগে এনিয়ে পাঁচ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সবার উপরে রয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা এই ক্রিকেটার। এছাড়া জামালের হয়ে এদিন ২  উইকেট নেন লেগ স্পিনার তানভির হায়দার।

বিকেএসপির চার নম্বর মাঠে তাইজুল ইসলাম এবং এনামুল হক জুনিয়রের বাঁহাতি স্পিনে ১৫৪ রানে অলআউট ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে ৮ ওভারে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম। ১০ ওভারে ৩১ রানে তিন  উইকেট নেন দেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।

বিকেএসপির তিন নম্বর মাঠে মাইশুকুর রহমান (৮৪*), ফরহাদ হোসেন (৬৭) এবং ধীমান ঘোষের (২১ বলে ৪২*) ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে ব্রাদার্স। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ৪৯ রানে ৩ উইকেট নেন তানভির ইসলাম।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে