রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭, ০৩:৩২:৪১

আজ কলকাতার মুখোমুখি হায়দরাবাদের ক্রিকেট যুদ্ধ? যা বলছেন দুই অধিনায়ক

আজ কলকাতার মুখোমুখি হায়দরাবাদের ক্রিকেট যুদ্ধ? যা বলছেন দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরে ঘরের মাঠে দিল্লি বধ।  সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলা।  সব মিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে কলকাতা নাইট রাইডার্স শিবির। 

শনিবার বিকেলের উড়ানে হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন ক্রিকেটারেরা।  আজ, রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে তাই আগ্রাসী ক্রিকেটের বার্তাই দিয়ে রাখছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।

ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে দ্বৈরথের আগে সতীর্থ রবিন উথাপ্পাকে সহজাত আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার কথাই বলেছেন গম্ভীর।  দশম আইপিএলে গম্ভীর-উথাপ্পা দু’জনই ব্যাট হাতে দুরন্ত ফর্মে।  জুটি বেঁধে চাপের মুখে একের পর এক ম্যাচ বার করছেন।  ইডেনে দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর আইপিএল ওয়েবসাইটের জন্য গম্ভীরের সাক্ষাৎকার নেন উথাপ্পা।

সেখানেই গম্ভীর তাঁর ফর্মে থাকা সতীর্থকে বলেন, ‘যেভাবে বল মারছ, তার পঞ্চাশ শতাংশও খেলতে পারছি না আমি।  তোমারও অনেকটা কৃতিত্ব প্রাপ্য।  আমার ওপর থেকে চাপ কমিয়ে নিচ্ছো।  আশা করছি তুমি এভাবেই বাকি টুর্নামেন্টেও খেলে যাবে।  অনেক শুভেচ্ছা রইল।  এভাবেই আগ্রাসী ক্রিকেট খেলো।  বোলারদের উড়িয়ে যাও। ’

টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন দু’জনই।  গম্ভীর ৯ ম্যাচে ৩৭৬ রান করে রয়েছেন তালিকার শীর্ষে।  উথাপ্পা সমসংখ্যক ম্যাচে ৩৩১ রান করে তিন নম্বরে।  কর্নাটকের ক্রিকেটার উথাপ্পার সঙ্গে ব্যাটিং উপভোগ করেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন দিল্লির গম্ভীর।  উথাপ্পা তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘আমার সঙ্গে ব্যাট করতে তোমার কেমন লাগে?’

গম্ভীরের জবাব ‘খুব মজা হয়।  ভারতীয় দলে ও কেকেআরের হয়ে প্রচুর ম্যাচে একসঙ্গে ব্যাট করেছি।  আশা করছি আমাদের সাফল্য চলতেই থাকবে।  তোমার ব্যাটিং আমাকে চাপমুক্তভাবে খেলতে সাহায্য করে। ’

ওয়ার্নারদের হায়দরাবাদও অবশ্য কিংস ইলেভেন পঞ্জাবকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে আসার পর আত্মবিশ্বাসী।  শনিবার আবার আশিস নেহরার আটত্রিশতম জন্মদিন ছিল।  মোহালি থেকে হায়দরাবাদে ফেরার পথে বিমানেই নেহরার জন্মদিন পালন করেন যুবরাজ সিংহ-শিখর ধাওয়ানরা।

অধিনায়ক ওয়ার্নার দলের একটি বিশেষ ভিডিওতে বলেছেন, ‘‘এই মৌসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী। ’কোচ টম মুডি বলেছেন ‘কয়েকটা সমস্যা ছিল।  সেগুলো কাটিয়ে উঠেছি। ’

ইডেনে হায়দরাবাদকে চূর্ণ করেছিল নাইটরা।  বিপক্ষের ডেরাতেও সেই দাপট দেখাতে পারে কি না, সেটাই দেখার।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে