সোমবার, ০১ মে, ২০১৭, ০৮:২৭:১২

পাকিস্তানে দল পাঠাবে আইসিসি

পাকিস্তানে দল পাঠাবে আইসিসি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে দল পাঠাবে আইসিসিবেশ কিছুদিন ধরেই পাকিস্তানে ক্রিকেট ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই সুবাদে ২০১৫ জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করে। ২০০৯ সালের পর প্রথম পাকিস্তানে কোন আন্তর্জাতিক সিরিজ হয়। সেটা পাকিস্তানের মত দেশের জন্য ছিল একটি বিশাল পদক্ষেপ।

তবে জিম্বাবুয়ে সফর দিয়ে তারা বড় বড় রাঘব বোয়াল পরাশক্তিকে টলাতে পারে নি। এছাড়া পাকিস্তানে প্রতিদিনই ফুটছে বোমা। বোমা বিস্ফোরণ পাকিস্তানের একটি নিত্যনৈমিত্তিক ঘটনা।

এ সমস্যা থেকে উন্নতির আশায় গাদ্দাফি স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর মধ্যকার পিএসএল ফাইনাল আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে ম্যাচে পেশোয়ার জালমিকে হারিয়ে জয় পায় কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ড মিলে এবছরের শেষের দিকে একটি বিশ্ব একাদশকে পাকিস্তান পাঠানোর চিন্তা করছে। সফলভাবে পিএসএল আয়োজন করায় তিন ম্যাচের একটি টিটোয়েন্টি সিরিজ খেলতে শক্তিশালী বিশ্ব একাদশকে পাকিস্তানে পাঠাবে আইসিসি। এ ব্যাপারে কথা বলেছে আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলো।

পিএসএল ফাইনাল পর্যবেক্ষণের পর আইসিসি ও বিভিন্ন বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিএসএল সভাপতি নাজাম শেঠি টুইটারে নিশ্চিত করেন যে একটি শক্তিশালী বিশ্ব একাদশ তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে পাঠাবে আইসিসি। তিনি লিখেন, “জাইলস ক্লার্কের নিরাপত্তা রিপোর্ট আলোচনা পর্যালোচনা শেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে পাকিস্তানে একটি শক্তিশালী দলকে তিন ম্যাচের সিরিজ খেলতে পাঠাতে পারে।”
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে