সোমবার, ০১ মে, ২০১৭, ১২:২১:৩২

সাকিব আল হাসানের সামনে বড় একটি মাইলফলক

সাকিব আল হাসানের সামনে বড় একটি মাইলফলক

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের নম্বার ওয়ান অলরাউন্ডার হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে তিন বিভাগেই তিনি এখন সেরা অলরাউন্ডার। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় টি-টুয়েন্টি দলের অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেটকে পাল্টে দেওয়া সাকিব আলল হাসান দাড়িয়ে এক ইতিহাসের সামনে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ৫ হাজারের বেশী রান আছে মাত্র ১ জন ক্রিকেটারের। আর তিনি হলেন তামিম ইকবাল। তামিম ইকবাল ১৬৩ ইনিংসে করেছেন ৫২৫১ রান। আর তার ঠিক ৩ ইনিংস কম খেলে সাকিব করেছেন ৪৭৭৬ রান।

এখন মাত্র ২২৪ রান করলেই তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ৫ হাজার রানের ক্লাবে যোগ দিবেন সাকিব। আগামী মে মাসে ত্রিদেশী সিরিজে ৪ টি ওয়ানডে এবং চ্যাম্পিয়নস ট্রফিতে কমপক্ষে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবেন সাকিব। এই ৭ ম্যাচে ২২৪ রান করতে পারলেই ৫ হাজার রানের ক্লাবে যোগ দিবেন সাকিব।  যা সাকিবের কাছে অসম্ভাব কিছু না। তার কারন বর্তমানে তিনি দারুন ফর্মে আছেন।

২০০৬ সালে হারারেতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। অভিষেকের পর থেকে ব্যাট এবং বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তিনি ব্যাট হাতে ৩৪ টি অর্ধশতক এবং ৬ টি শতক হাকিয়েছেন। তাছাড়া বল হাতে নিয়েছেন ২২১ টি উইকেট।
১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে