সোমবার, ০১ মে, ২০১৭, ১২:২৩:৫২

দুই পরীক্ষার সামনে দাড়িয়ে নাসির হোসেন

দুই পরীক্ষার সামনে দাড়িয়ে নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসন্ন ত্রিদেশীয় সিরিজে নাম লেখান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন।

কেবল স্কোয়াডে নাম লেখালেই হবে না। একাদশে জায়গা পেতে রীতিমত ‘যুদ্ধ’ করতে হবে নাসিরকে। কারণ নাসিরের জায়গায় আছেন আরও দুই প্রতিযোগী-মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন। অবশ্য সাব্বির রহমানের ব্যাটিং অর্ডার তিনে উন্নীত হওয়ায় স্বস্তির ঢেকুর গিলতে পারেন নাসির।

তবে কাজের কাজ কতটা হবে সেটাই এখন দেখার বিষয়। অনেকে এরই মধ্যে নাসিরের দলে ডাক পাওয়াকে আইওয়াশ বলে আওয়াজ দিচ্ছেন। সত্যি যদি তেমন কিছু হয় তবে আবারও নিরাশ হতে হচ্ছে নাসির ভক্তদের।

বিপরীতে একাদশে নাসিরের অন্তর্ভুক্তি হলেও ভালো পারফর্ম দিয়ে জায়গা ধরে রাখতে হবে। সেক্ষেত্রে ত্রিদেশীয় সিরিজে নাসির আলো ছড়াতে পারলে হাতে উঠতে পারে চ্যাম্পিয়নস ট্রফির মূল স্কোয়াডের টিকিটও।

অনেকে ভাবছেন এটা কিভাবে সম্ভব? নাসিরকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ। তাহলে নাসিরকে কি করে সেই স্কোয়াডে ইন করা হবে। আশার খবর হলো, ২৪ মে পর্যন্ত পরিবর্তন করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

ফলে ত্রিদেশীয় সিরিজে যদি মাঠে নেমে ভালো কিছু করতে পারেন নাসির, তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতেও তার জায়গা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এসবের জন্য মোটা দাগে দুটি পরীক্ষাই দিতে হচ্ছে নাসিরকে। এক, একাদশে লড়াই করে জায়গা পাওয়া। দুই, জায়গা পেলে ভালো পারফর্ম করে পজিশন ধরে রাখা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে