সোমবার, ০১ মে, ২০১৭, ০২:১৩:৩৫

‘আইসিসি থেকে বিরাট এক সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ’

‘আইসিসি থেকে বিরাট এক সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক: আইসিসির ইভেন্ট কোয়ালিফিকেশন র‍্যাঙ্কিং একটি ধারাবাহিক প্রক্রিয়া।  প্রতিবছর আইসিসি আনুষ্ঠানিকভাবে যে র‍্যাঙ্কিং প্রকাশ করে, সেটি সর্বশেষ তিন বছরের ফলাফলের উপর নির্ভর করে প্রকাশিত হয়। আইসিসি থেকে বিরাট এক সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ।

এবার দুবাইয়ে আইসিসি সভাতে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপের জন্য দল গুলোর হাতে ইভেন্ট র‍্যাঙ্কিং তুলে দেয়া হয়েছে।  গত তিন বছরের পারফর্মেন্সের বিচারে ওয়ানডে র‍্যাঙ্কিং সাত নম্বরে থাকা বাংলাদেশের জন্য সুখবর থাকছে।  

পহেলা মে গেল তিন বছরের সব ম্যাচের পারফর্মেন্স বিবেচনা করে ইভেন্ট র‍্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি।  তবে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আগাম সুখবর জানিয়ে দিলেন। এই বিসিবি কর্তা জানিয়েছেন,

এই সভার ওয়ার্কিং পেপারে আইসিসি ইভেন্টের জন্য যে ওয়ানডে র‍্যাঙ্কিং রয়েছে, সেটায় বাংলাদেশের অবস্থান সাত নম্বরে রয়েছে।  বাংলাদেশের পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থান।  ’ যেহেতু পাকিস্তানের সাথে পার্থক্যটা অনেক বেশি, ১২-১৩ পয়েন্টের মত।  আমরা আশা করছি আমাদের অটোম্যাটিক কয়ালিফিকেশন হয়ে যাবে।  ’

সব ঠিক থাকলে পহেলা মে বাংলাদেশ দলের ঊনিশ বিশ্বকাপে সরাসরি খেলার বিষয়টি নিশ্চিত হবে।
১ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে