সোমবার, ০১ মে, ২০১৭, ০৫:৪৮:২৬

নরফোকের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েস!

 নরফোকের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক: কিছুদিন পরেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।  আর এই সিরিজটিকে সামনে রেখে সেখানকার কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছে টাইগাররা।

ক্যাম্পের অংশ হিসেবে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফি-মুশফিকরা।  এর মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিক।  রবিবার দেশ থেকে স্ত্রী এবং সন্তানের অসুস্থতার খবর পেয়ে বিশেষ ছুটিতে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি।  

ফলে আজ বাংলাদেশের নেতৃত্বভার পড়েছে মুশফিকের কাঁধে।  তবে অবাক করা বিষয় হলো আজকের ম্যাচটিতে বাংলাদেশ দলের হয়ে না খেলে বরং প্রতিপক্ষ দলের হয়ে খেলছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস! নিজ দেশের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নেমেছেন তিনি।

তবে ডিউক অব নরফোকের হয়ে কেন খেলছেন ইমরুল সেটি জানা না গেলেও ধারণা করা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের সকলকেই খেলাতে চাচ্ছে, যাতে করে সকলেরই সমান অনুশীলন হয় নরফোক দলটির বিপক্ষে ইতিমধ্যে ১৪ জনকে মাঠে নামিয়েছে বাংলাদেশ।   ১৫ তম ক্রিকেটার হিসেবে ইমরুলকে প্রতিপক্ষ দলেই জায়গা নিতে হয়েছে।  

উল্লেখ্য আজকের ম্যাচে পিঠের ইনজুরির কারনে খেলছেন না আরেক ওপেনার তামিম ইকবাল।  আর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

ফলে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তাঁরা।  তবে আগামী ৪ঠা মে ইংল্যান্ডে পৌঁছাবেন সাকিব-মুস্তাফিজ।  সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে খেলবেন তাঁরা।

বাংলাদেশ দল- সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।

ডিউক অব নরফোক দল-জিত রাভাল, ইমরুল কায়েস, টম স্মিথ, ক্রিস অ্যাডামস, কালাম জ্যাকসন, রোহিত জাগোতা, লুক জোন্স, অভিষেক প্যাটেল, জেমস কার্টলি, ক্রেইগ অ্যালেকজান্ডার, লুইস হ্যাচেট, আরফান আকরাম, বেন পিচ।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে