সোমবার, ০১ মে, ২০১৭, ০৬:৫১:১১

দুই দলের হয়েই খেলছেন ইমরুল কায়েস! এইমাত্র জানা গেলো অদ্ভুত দল গঠনের কারণ

 দুই দলের হয়েই খেলছেন ইমরুল কায়েস! এইমাত্র জানা গেলো অদ্ভুত দল গঠনের কারণ

স্পোর্টস ডেস্ক: কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফি-মুশফিকরা।  এর মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিক। রবিবার দেশ থেকে স্ত্রী এবং সন্তানের অসুস্থতার খবর পেয়ে বিশেষ ছুটিতে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি।

ফলে আজ বাংলাদেশের নেতৃত্বভার পড়েছে মুশফিকের কাঁধে।  তবে অবাক করা বিষয় হলো আজকের ম্যাচটিতে বাংলাদেশ এবং ডিউক অব নরফোক উভয় দলের ; হয়েই খেলছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস!

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমে রানের ইনিংসও খেলে ফেলেছেন তিনি।  এদিকে এই অদ্ভুত দল গঠনের কারণ অনুসন্ধানে জানা গিয়েছে উইকেটরক্ষক সংকটে ভুগছে নরফোক দল।  ফলে ইমরুলকে উইরকেট রক্ষক হিসেবে নিয়েছে তারা।

আর প্রস্তুতি ম্যাচ বলেই এমন দল গঠনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট।  নরফোক দলটির বিপক্ষে ইতিমধ্যে ১৪ জনকে মাঠে নামিয়েছে বাংলাদেশ।   উল্লেখ্য আজকের ম্যাচে পিঠের ইনজুরির কারনে খেলছেন না আরেক ওপেনার তামিম ইকবাল।  

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।  ফলে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারছেন না তাঁরা।  তবে আগামী ৪ঠা মে ইংল্যান্ডে পৌঁছাবেন সাকিব-মুস্তাফিজ।  সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে খেলবেন তাঁরা।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে