সোমবার, ০১ মে, ২০১৭, ০৭:১৯:৪৪

এটিই টাইগারদের জন্য সবথেকে বড় সুখবর

এটিই টাইগারদের জন্য সবথেকে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক: ওয়ানডের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে এক পয়েন্ট খোয়ালেও নিজেদের অবস্থান সাত নম্বরে ধরে রেখেছে বাংলাদেশ। তাই বলা যেতেই পারে যে, এটিই টাইগারদের জন্য সবথেকে বড় সুখবর।

সোমবার প্রকাশিত এই র‌্যাংকিং অনুযায়ী, পারফরম্যান্সে বড় ধরনের বিপর্যয়কর কিছু না ঘটলে সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা।

আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান সাত। আর পয়েন্ট ৯১। ২০১৪ সালের মাঝপথে একের পর এক সিরিজ হারের কারণে ১ পয়েন্ট হারিয়েছে টাইগাররা।

অবশ্য পুনর্বিন্যস্ত র‌্যাংকিংয়ে আটে থাকা পাকিস্তানের (৮৮) পয়েন্টও ২ কমছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৪ পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্ট এখন ৭৯।

বাংলাদেশ ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে আছে ১২ পয়েন্টে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যবধান কমিয়ে আনার সম্ভাবনা তেমন নেই বললেই চলে।

আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে বড় ধরনের কোনো ভরাডুবি না হলে প্রথম আট দল হিসেবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ প্রায় নিশ্চিত। কারণ, ৩০ সেপ্টেম্বরের কাট-অফ সময়ের আগে প্রথম আট দলই এ সুযোগটা পাবে।

এছাড়া ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে দুই ম্যাচে হারালে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জিতলেই র‌্যাংকিংয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ। কারণ, নতুন র‌্যাংকিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট। লঙ্কানরা এখন ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের হাতের নাগালে।

প্রতি বছর এই সময়ে র‌্যাংকিং পরিমার্জন করে আইসিসি। তাতে আগের তিন বছরের খেলার পয়েন্টগুলোই শুধু যুক্ত হয়। গত এক বছরের (২০১৬-এর মে থেকে) ম্যাচগুলোর অর্জিত পয়েন্টের শতভাগ নেয়া হয়। এর আগের দুই বছরের (২০১৪ থেকে ২০১৬ সালের এপ্রিল) ম্যাচগুলোর পয়েন্ট নেয়া হয় অর্ধেক।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে