সোমবার, ০১ মে, ২০১৭, ০৭:৫০:৪২

রানের পাহাড় গড়ে ইতিহাসের পথে বাংলাদেশ!

রানের পাহাড় গড়ে ইতিহাসের পথে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: ডিউক অব নোরফক ক্লাবের বিপক্ষে ম্যাচে বিসিবি একাদশের স্কোর এখন ৬ উইকেটে ৩২৬ রান, আর তাতে মনে হচ্ছে রানের পাহাড় গড়ে ইতিহাসের পথে বাংলাদেশ! ৪৬ ওভারের খেলা শেষে এই অবস্থা বাংলাদেশের। সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহীম।

আউট হয়েছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, মিরাজ।
ডিউক অব নোরফক ক্লাবের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ একাদশের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহীম।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। আর এ সময় নিজেদের ঝালিয়ে নিতে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা তার একটি এখন হচ্ছে।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের। পুরনো পিঠের ব্যাথা বেড়ে যাওয়ায় তামিম আজ বিশ্রামে রয়েছেন। আর অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফেরায় মাশরাফির পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে