সোমবার, ০১ মে, ২০১৭, ০৯:৫৭:৫৫

আইপিএলের এবারের আসর থেকে বিদায় বিরাট কোহলিদের বেঙ্গালুরুর!

 আইপিএলের এবারের আসর থেকে বিদায় বিরাট কোহলিদের বেঙ্গালুরুর!

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি।  শুরুটা মোটেও ভালো হয়নি।  তাই রানটাও সুবিধার হলো না।  সর্বসাকুল্যে ১৬২ রান তুলতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।  ১ বল আর ৫ উইকেট হাতে রেখেই সেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স।   তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৬।  আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা।  আর আজকের পরাজয়ে আইপিএল টেন থেকে ছিটকে গেল আরসিবি।  ১১ ম্যাচে ৮টিতে হেরে কোহলিদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট।   বাকি আর তিনটি ম্যাচ।  সুতরাং লিগের শেষ তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা নেই বিরাট কোহলিদের।   

ওপেন করতে নেমে ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহালি।  তার আগে মাত্র ১৭ রান করে আউট হন অপর ওপেনার মনদীপ সিং।  ৩ নম্বরে নেমে ট্রেভিস হেডের রান ১২।  প্রথম তিন ব্যাটসম্যান হতাশ করার পর বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও কেদার যাদব।  ২৭ বলে ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস খেলেন এবি।  এরপর কেদার যাদবের ২৮ আর নেগির ৩৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।  ব্যাট হাতে অধিনায়কচিত ইনিংস খেলেন রোহিত শর্মা।  ৩৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রোহিত।  ওপেনার পার্থিব পটেল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে।  আর এক ওপেনার জস বাটলার ২১ বলে করেন ৩৩ রান।  তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ৩ নম্বরে ব্যাট করতে নামা নীতিশ রানা।  ২৮ বলে ২৭ রান করেই ফিরে যান তিনি।  এরপর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুম্বাই জয়ের স্বাদ পায়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে