সোমবার, ০১ মে, ২০১৭, ১১:৪৭:২৭

র‍্যাংকিংয়ে যেকোনও মুহুর্তে শ্রীলঙ্কাকে টপকে যেতে পারে বাংলাদেশ

র‍্যাংকিংয়ে যেকোনও মুহুর্তে শ্রীলঙ্কাকে টপকে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশ খুব বড় কোনো সাফল্য পায়নি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ক্ষেত্রেই ১-১ ব্যবধানে সিরিজ সমতা রেখেছে। ভালো কোনো সাফল্য না পাওয়ার প্রভাব পড়েছে  র‍্যাংকিংয়েও। ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো অবনতি না হলেও একটি রেটিং পয়েন্ট কমেছে।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ের যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে বাংলাদেশ সপ্তম স্থানেই আছে। এক রেটিং পয়েন্ট কমে ৯১ হয়েছে বাংলাদেশের। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কারও দুই রেটিং পয়েন্ট কমেছে। তাদের রেটিং ৯৩। তারা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

তবে কিছুটা আশার কথা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান কমেছে। দুই দলের মধ্যে এখন ব্যবধান মাত্র দুই রেটিং পয়েন্টের। সিংহবাহিনীকে টপকে যাওয়ার হাতছানি এখন টাইগারদের সামনে। অষ্টম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৮৮।  ওয়েস্ট ইন্ডিজের ৭৯ ও  জিম্বাবুয়ের পয়েন্ট ৪৬।

দক্ষিণ আফ্রিকা ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।  দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (১১৮), তৃতীয় ভারত (১১৭), চতুর্থ নিউজিল্যান্ড (১১৫) ও পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড (১০৯)।
১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে