মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ০৯:৫৩:৫০

শুরুতেই ইংল্যান্ডের মাটিতে বড় দাপট দেখালো বাংলাদেশ, ম্যাচের রেজাল্ড পকেটে

শুরুতেই ইংল্যান্ডের মাটিতে বড় দাপট দেখালো বাংলাদেশ, ম্যাচের রেজাল্ড পকেটে

স্পোর্টস ডেস্ক: মূল মঞ্চে উঠার আগে রিহার্সেলটা ভালোই করলেন মুশফিক-সৌম্যরা। বিশেষ করে ব্যাট হাতে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স। মসোমবার মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতে বাংলাদেশ দলের নেতৃত্ব পালন করেন মুশফিকুর রহিম। শুরুতেই ইংল্যান্ডের মাটিতে বড় দাপট দেখালো বাংলাদেশ, ম্যাচের রেজাল্ড নিজেদের পকেটেই!

ত্রিদেশীয় সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিক। তুলে নেন ১৩৪ রানের নজরকাড়া ইনিংস। ৯৮ বলে ১৪ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান উইকেটকিপার-ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত নিজের উইকেট জিইয়ে রেখেই মাঠ ছাড়েন মুশফিক। তাকে সঙ্গ দেন ওপেনার সৌম্য সরকার। তার ব্যাট থেকে এসেছে ৭৩ রানের ঝকঝকে ইনিংস। এছাড়া ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দেন ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে সৌম্য-ইমরুল মিলে দলকে ১১৭ রানের জুটি উপহার দেন।

যার মধ্যে ইমরুল করেছেন ৪৪ রান। ৪০ বলে ৭ চার ইমরুল তার ইনিংসটি সাজান। শেষ দিকে নেমে মোটেও খারাপ করেননি নাসির হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নাসির ৩০ বলে ২৬ রান আর মেহেদী হাসান মিরাজ ৩৪ বলে ৩১ করে ব্যাটিং অনুশীলন সারেন। ৪৬ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিক দলের সেরা বোলার জেমস কির্টলি।

ব্যাটিং অনুশীলন হলেও টাইগারদের বোলিং অনুশীলনটা ঠিকমতো হলো না। ডিউক অব নরফোকের যখন ১৮ ওভার শেষে বিনা উইকেটে ১০১ রান। ঠিক তখনই নামে বৃষ্টি। পরে বৃষ্টির বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। হোভে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে