মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১০:৪১:১৮

যে কারনে আইসিসি থেকে বিতাড়িত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট

যে কারনে আইসিসি থেকে বিতাড়িত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বিতাড়িত হচ্ছেন মার্কিণ যুক্তরাষ্ট্রের ক্রিকেট! আইসিসি থেকে তেমনই জানানো হয়েছে।  আগামী জুনে আইসিসির কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভায় সিদ্ধান্ত নেয়া হতে পারে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউএসএসিএ) ভাগ্য সম্পর্কে।

আইসিসির বেধে দেয়া নিয়ম-নীতি অনুসারে মার্কিন ক্রিকেটে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে না পারার অপরাধেই নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে তারা।  জুনে আইসিসির পূর্ণ সদস্যদের ভোট বিপক্ষে পড়লেই নিষিদ্ধ হয়ে যাবে মার্কিন মুলুকের ক্রিকেট পরিচালনা সংস্থা।

২০১৫ সালে একবার যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল আইসিসি থেকে।  ১২ বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার নিষেধাজ্ঞার মুখোমুখি দেশটির ক্রিকেট সংস্থা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, ‘আইসিসি বোর্ড সভায় হালকাভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়নি।  আমরা গত দুই বছরে দেশটির ক্রিকেট পূনর্গঠন প্রক্রিয়া দেখতে চেয়েছিলাম।  কিন্তু সেখানকার বোর্ডে এখনও ঐকমত্যই গড়ে ওঠেনি।  আমরা চাই, সেখানে একটা ঐকমত্য গড়ে উঠুক; কিন্তু এখন বোঝা যাচ্ছে, এ বিষয়টা এখন মোটেও সম্ভব নয়। ’

আইসিসি আরও জানাচ্ছে, ‘ইউএসএসিএ-র পেছনে অনেক সময় এবং অর্থ ব্যয় করা হয়ে গেছে।  চেষ্টা করা হয়েছে তাদের ক্রিকেটকে এগিয়ে নেয়ার।  কিন্তু ইউএসএসিএ কোনোই সহযোগিতা করেনি।  তারা এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।  এখন আইসিসি পূর্ণ কাউন্সিল ক্রিকেট সংস্থাটির বিপক্ষে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। ’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে