মঙ্গলবার, ০২ মে, ২০১৭, ১১:২০:২০

আজহারের ব্যাটিংয়ে হার মানছে ক্যারিবীয়দের প্রতিরোধ

আজহারের ব্যাটিংয়ে হার মানছে ক্যারিবীয়দের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক: রোস্টন চেজের ১৩১ রানের পরও দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩১২তে আটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর আজহার আলীর ব্যাটে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে সফরকারী পাকিস্তান। দ্বিতীয়দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭২। মাঠে আজহারের ব্যাটিংয়ে হার মানছে ক্যারিবীয়দের প্রতিরোধ

তিন টেস্ট সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওভালে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে পাকিস্তান এখনও ১৪০ রানে পিছিয়ে আছে।

নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটি ভাঙে ১৫৫ রান তোলার পর। আহমেদ শেহজাদ ৭০ করে বিদায় নিলেও দিন শেষে ৮১ রানে অপরাজিত থেকে গেছেন আজহার আলী। পাকিস্তান বিপাকে পড়ে বাবর আজম এবং ইউনিস খানের দ্রুত বিদায়ে। দুজনই শূন্য রানে ফিরে যান। এরপর অধিনায়ক মিসবাহ-উল হককে (৭) সঙ্গে নিয়ে দিন পার করেন আজহার।

দেবেন্দ্র বিশু দুইজনকে ফেরান। অন্য উইকেটটি গ্যাব্রিয়েলের।

এর আগে প্রথমদিন নিজেদের প্রথম ইনিংসের শুরুতে বেশ বিপাকে পড়ে ক্যারিবীয়রা। ৩৭ রানে তিন উইকেট ছিল না। ১০২ তুলতে নেই আরও একজন। এই অবস্থা থেকে দলকে টেনে তোলেন রোস্টন চেজ।

ডওরিচ এবং হোল্ডারের সঙ্গে চেজ এদিন দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। প্রথমটি ৪৭ রানের। দ্বিতীয়টি ছিল ১৩২ রানের।
২ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে