মুশফিক বললেন, বিপিএলে এবার আমরাই চ্যাম্পিয়ন হব
স্পোর্টস ডেস্ক : এক সময় জাতীয় ক্রিকেট দলের ৩ ফরমেটের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। বর্তমানে জাতীয় ক্রিকেট টিমের টেস্ট সেনাপতি তিনি। মুশফিকুর বিপিএল দল হিসাবে পেয়েছেন সিলেট দলের গুরু দায়িত্ব।
তার দলে খেলবেন শহীদ আফ্রিদি ও অজন্তা মেন্ডিসের মত ক্রিকেটার। দেশীয় ক্রিকেটারদের মধ্যে আবদুর রাজ্জাক ও রুবেল হোসেনকে হাতিয়ার হিসাবে পেয়েছেন মুশফিকুর রহিম।
নিজ দলের খেলোয়াড়দের স্কোয়াড দেখে খুশি তিনি। অভিভূত হয়ে মুশফিক তার ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব...সত্যিই সিলেট সুপার স্টার্স দলের অংশ হতে পেরে আমি সম্মানিত।
দেশি ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, মমিনুল হক সৌরভ, আব্দুর রাজ্জাক, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম চৌধুরী।
আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে শহীদ আফ্রিদি (পাকিস্তান), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), ব্রাড হজ (অস্ট্রেলিয়া), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) খেলবেন মুশফিকের দলে।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর