আসন্ন বিপিএল নিয়ে বগুড়াবাসীর দাবি
স্পোর্টস ডেস্ক: নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত এবং আরও জমজমাট করে গড়ে তোলার জন্য এবারের আসরকে কিছুটা ভিন্ন ভাবে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে গেছে, দলগুলোর পছন্দদের খেলোয়াড় ম্যাচ মাঠে গড়ানোর দিন তারিখ ও ভেন্যুগুলো। মিরপুর, চট্টগ্রাম, সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যু তালিকায় রাখা হলে কিন্তু তালিকায় রাখা হয়নি বগুড়া জেলার শহীদ চাঁন্দু স্টেডিয়াম।
তাই জেলার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও বিপিএল আয়োজনের দাবিতে ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলার ঐতিহাসিক সাতমাথায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৬সালের আইসিসি’র ওয়ানডে এবং টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের পর ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ হয়েছে বগুড়ায়। এরপর থেকে বিগত প্রায় ১০ বছরে এখানে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক ম্যাচ এবং বিপিএল এর কমপক্ষে দু’টি ম্যাচ বগুড়ায় আয়োজনের জন্য বিসিবির প্রতি জোরালো দাবি জানানো হয় মানববন্ধন থেকে। একই সাথে বগুড়াকে বিপিএলে রংপুর রাইডার্সের হোমগ্রাউন্ড করারও দাবি জানানো হয়।
২৪ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস