শত্রু এবার বন্ধু!
স্পোর্টস ডেস্ক: দেশি-বিদেশি তারকাদের মিলনমেলা ঘটবে আসছে বিপিএলের তৃতীয় আসরে। এবার বিপিএলের আসরে মাঠ মাতাতে আসছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দানব ক্রিস গেইল, পাকিস্তানের বুম বুম আফ্রিদি, শ্রীলঙ্কান মারকুটে ব্যাটসম্যান দিলশানসহ বিদেশি আরো অনেক নামি-দামি খেলোয়াড়।
নিজ দেশের হয়ে খেলার মাঠে এক দেশের খেলোয়াড় অন্য দেশের খেলোয়াড় সব সময়ই প্রতিদ্বন্দ্বি। কিন্তু এই হাই-বোল্টেজ আসরে দেখা যাবে ব্যাক্তিগত বিদ্বেষ থাকা খেলোয়াড়দেরও একি দলের হয়ে খেলতে।
ঠিক তেমনই চলতি বছরের মে মাসের একটি ঘটনা বলি। খুলনায় শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট করছিলেন সাকিব আল হাসান। ১১৮তম ওভারে তাকে কী যেন বলছিলেন পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ। বিষয়টা ভালোভাবে নিতে পারেননি সাকিব। ওয়াহাবের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বাংলাদেশি এই অলরাউন্ডার। একে অপরের দিকে আঙুল তুলে বাগযুদ্ধে লিপ্ত হন সাকিব-ওয়াহাব।
মজার ব্যাপার হল এবার তারা দুজনেই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। সেই ঘটনার জের কী এখনো থাকবে? কখনই না। ক্রিকেট বিশ্ব দেখবে তারা একে অপরের হাত ধরে দলকে চ্যাম্পিয়ন করতে রংপুরের হয়ে যুদ্ধ করতে।
২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর