শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ১১:৫২:৫৪

মুস্তাফিজের ঢাকা ডিনামাইটস বোলিংয়ে সবচেয়ে শক্তিশালী

মুস্তাফিজের ঢাকা ডিনামাইটস বোলিংয়ে সবচেয়ে শক্তিশালী

স্পোর্টস ডেস্ক: ছোট-খাট একটা বিরতির পর আবারও পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর (বিপিএল) এর তৃতীয় আসর। নভেম্বরের ২২ তারিখে শুরু হতে যাওয়া বিপিএল উপলক্ষ্যে দল গঠনের জন্য শুক্রবার আয়োজন করা হয়েছিল প্লেয়ার্স ড্রাফট অর্থাৎ নিলাম অনুষ্ঠান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ডিনামাইটসকে দেখা গেছে বোলারদের প্রাধান্য দিতে। তারা দলে ভিড়িয়েছেন চার পেসার মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ ইরফান ও সোহেল খানকে। দল নিয়ে কাটাছেড়া করতে গিয়ে ব্যাপারটি খোলসা করেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, ‘কুমার সাঙ্গাকারা, রায়ান টেন ডেসকাটে, নাসির জামশেদকে আমরা আগেই কনফার্ম করেছি। যে কারণে প্লেয়ার্স বাই চয়েজে বোলারদের দিকে আমাদের নজর ছিল।’ তবে স্কোয়াডে চার পেসার ছাড়াও দলে রয়েছেন পাঁচজন স্পিনার। ইয়াসির শার সঙ্গে নাসির হোসেন, মোশাররফ হোসেন এবং নাবিল সামাদ স্পিনে ভূমিকা দেখা যাবে। যেমনটি বলছিলেন সুজন, ‘আমার কাছে মনে হয় ঢাকার বোলিং সবচেয়ে শক্তিশালী। একই সঙ্গে ব্যাটিংয়েও ভালো আমরা। চ্যাম্পিয়ন হওয়ার মতো তো অবশ্যই।’ স্কোয়াডঃ দেশিঃ নাসির হোসেন (আইকন প্লেয়ার), মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল। মোসাদ্দেক হোসেন। শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইফরান শুক্কুর। বিদেশিঃ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), সোহেল খান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, শাহজিব হাসান, মোহাম্মদ ইরফান, রায়ান টেন ডেসকাটে, ডেভিড মালান। ২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে