শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:০৪:০৬

আইপিএলে আর আগের জার্সিতে মাঠে নামতে পারবেন না ধোনি

আইপিএলে আর আগের জার্সিতে মাঠে নামতে পারবেন না ধোনি

স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দুই আসরে অংশ গ্রহনের সুযোগ পাচ্ছে না চেন্নাই সুপার কিংস ও রাজস্থান। দলের ওপর নিষেদাজ্ঞা থাকলেও ভারত ক্রিকেট বোর্ড জানিয়েছে জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর পরবর্তী আসরে যে কোন দলের হয়ে মাঠে নামতে পারবেন৷ আর সে জন্য ধোনি ইচ্ছে করলে নতুন কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করতে পারবেন৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সিএসকে ও রাজস্থানের বদলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল-এ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ জানা গেছে, দু’বছর নতুন দলের হয়ে খেলার পর ধোনি চাইলে ফের ২০১৮-এ সিএসকে-তে যোগ দিতে পারবেন৷সেক্ষেত্রে ধোনিকে ফের নতুন দামেই কিনতে হবে চেন্নাইকে৷ প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএল-এর প্রথম আসরে চেন্নাইযের সঙ্গে ৭.৫ কেটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হন ধোনি। তার ধরেই আইপিএল আসরে চেন্নাই দুই বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। ২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে