শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০২:৩৩:৪৬

২০১৫ বিপিএল আসর নিয়ে দিলশানের ভেলকিভাজি, পাপন যা করতে বললেন

২০১৫ বিপিএল আসর নিয়ে দিলশানের ভেলকিভাজি, পাপন যা করতে বললেন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই গড়ায় দিলশানের বিষয়টি। বিপিএল শুরু হওয়ার আগেই অনিয়ম করে বসেন শ্রীলঙ্কার ক্রিকেটার তিলকরত্নে দিলশান। দিলশান প্রথমে চট্টগ্রাম বিভাগের সাথে চুক্তি করেন। পরে টাকার দিকটা বড় হওয়ায় রংপুরের সাথে চুক্তি করেন তিনি। বেশ ভেলকিভাজি করেছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। দুটি দল আগ্রহও প্রকাশ করে দিলশানকে দলে নিতে। এখন কোন দলের হয়ে বিপিএল থেলবেন তিনি? এই প্রশ্নের উত্তর পেতে দুটি দলের কর্মকর্তারা বিষয়টি ছেড়ে দেন বিসিবির উপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেননি। বোর্ড দিলশানকে চুক্তির বিভিণ্ন কাগজপত্র দেখানোর জন্য নির্দেশ দিয়েছে। পাপন বলেছেন, আগে কাগজপত্র দেখা যাক পড়ে সিদ্ধান্ত। তার বিরুদ্ধে দুটি দল টাকা নেয়ারও অভিযোগ করেন। পাপন বলেন, বিষয়টি আমাদের যাচাই-বাচাই করে দেখতে হবে। এর পরে দেখা যাবে কি করা যায় অন্যদিকে কোন দল তাকে পাবে। এটাকে খুব বৃহৎ অর্থে দেখতেও নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ২৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে