ভেস্তে যাচ্ছে গোলাপি বল দিয়ে দিবা-রাত্রি টেস্ট খেলার পরিকল্পনা!
স্পোর্টস ডেস্ক: আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহারের কথা ছিল। কিন্তু সেটা বুঝি শেষ পর্যন্ত ভেস্তে যেতে চলছে? কারণ পরীক্ষামূলক ম্যাচে এই পেলাপি বল রীতিমতো খেলোয়াড়দের বিরক্তের কারণ হয়ে উঠেছে।
শুক্রবার ক্যানবেরায় ক্যানবেরা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড৷এ ম্যাচে গোলাপি বল ব্যবহৃত হয়েছে৷ কিন্তু এই বলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো বিরক্ত ক্রিকেটাররা।
ম্যাচের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটার ভোজেস বলেন,‘ ম্যাচ শেষের দিকে বলটা আর গোলাপি থাকছে না৷২৮ ওভার খেলা হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যেন বলটা দিয়ে ৬৮ ওভার খেলা হয়ে গিয়েছে৷গোলাপি বলটা সবুজ হয়ে যাচ্ছে৷দশ ওভার হয়ে গেলেই সুইং বা রিভার্স সুইং কোনওটাই হচ্ছে না এই বলে৷’
গোলাপি বল দিয়ে টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে অজি পেসার জোস হ্যাজলউড বলছেন, ‘পয়েণ্টে দাঁড়ানো ফিল্ডাররা এই বল ঠিক মতো দেখতে পাবে কি না সন্দেহ আছে আমার৷ দিবা রাত্রি ম্যাচের জন্য গোলাপি বলের চেয়ে লাল রঙের দৃশ্যমানতা সব থেকে বেশি৷ সেক্ষেত্রে কেন টেস্ট বল একেবারে টকটকে লাল করা হল না? এটাই আমার প্রশ্ন৷ তা ছাড়া সূর্যাস্তের সময় গোলাপি বল দেখতে অসুবিধা হবে৷ জোড়ালো শট ঠিক করে দেখতে না-পেলে চোট লাগার সম্ভাবনা থাকবে ব্যাটসম্যানদের।’
২৪অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর